X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নদীতে ভাসমান নৌকায় ঘুম, ডুবে প্রাণ গেলো চালকের

নেত্রকোনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ৯ ঘণ্টা পর চালক দেলোয়ার হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উব্দাখালী নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই স্থানেই কয়লাবোঝাই নৌকাটি ডুবে যায়। দেলোয়ার হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে। তার বাবার নাম মিয়া হোসেন।

কলমাকান্দা ফয়ার সার্ভিসের লিডার এমদাদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে চালক দেলোয়ার হোসেনের লাশটি উদ্ধার করেন।

মৃতের ভাই আয়নাল হক জানান, তাহিরপুরের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে গত সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ইঞ্জিতচালিত নৌকাটি ছেড়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দার উব্দাখালী নদীর সেতু সংলগ্ন নৌঘাটে নৌকাটি পৌঁছার পর শ্রমিক না থাকায় কয়লা ঘাটে তোলা সম্ভব হয়নি।

তিনি জানান, এরপর তারা ছয় জন হোটেলে খাবার খেয়ে রাতে ওই নৌকাতেই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় শরীর ভিজে যাওয়ায় শীত অনুভব করায় ঘুম থেকে জেগে ট্রলারটি ডুবে যেতে দেখেন। এ সময় ট্রলারে থাকা তাহিরপুরের কলাগাঁও গ্রামের শ্রমিক হাফিজ উদ্দিন, গোলকপুর গ্রামের মানিক হোসেন, বালিয়াঘাট গ্রামের অমিত হাসান, আয়নাল হক, তার সহোদর টিয়া হোসেন তীরে উঠতে সক্ষম হলেও তাদের দেলোয়ার হোসেন নিখোঁজ হন।

আইনাল হক আরও জানান, খবর পেয়ে বুধবার সকালে নিখোঁজের সন্ধানে কলমাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উব্দাখালী নদীর নৌঘাটে ঘটনাস্থলে যান। পরে তারা ঘণ্টব্যাপী অভিযান চালিয়ে দোলোয়ারের লাশটি উদ্ধার করেন।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ারের লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
৬ বছরের শিশুকে হত্যা, ১৪ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
প্রসঙ্গ 'সামান্য একটু ডিটেইল'
প্রসঙ্গ 'সামান্য একটু ডিটেইল'
স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জুলাই ঘোষণা দেবে অন্তর্বর্তী সরকার, দল বা ব্যক্তি নয়: জুলাই ঐক্য
জুলাই ঘোষণা দেবে অন্তর্বর্তী সরকার, দল বা ব্যক্তি নয়: জুলাই ঐক্য
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট