X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
গর্ভের যমজ সন্তানসহ নারীর মৃত্যু

সেই হাসপাতাল সিলগালা করলো প্রশাসন

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭

ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লীতে ভুল চিকিৎসায় যমজ সন্তানসহ গৃহবধূ রেখা আক্তারের মৃত্যুর ঘটনায় পেশেন্ট কেয়ার হাসপাতালটি সিলগালা করেছে প্রশাসন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল হাসপাতালটি সিলগালা করে।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নগরীর ব্রাহ্মপল্লী এলাকার ব্যবসায়ী রফিকের মালিকানাধীন হাসপাতালটির কোনও অনুমোদন ছিল না। যমজ সন্তানসহ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা.আব্দুল কদ্দুছকে প্রধান করে শনিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগেও শনিবার আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন।

এদিকে পেশেন্ট কেয়ার হাসপাতালের মালিক ও চিকিৎসককে অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে গৃহবধূ রেখার স্বামী মাহবুব আলম কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন পেশেন্ট কেয়ার হাসপাতালের মালিক মোহাম্মদ রফিক মিয়া (৩৫) ও অমিত (৩০)। চিকিৎসক আশরাফুল হক মোল্লা (৪০) ও ডা. আরিফ রব্বানী (৩১); দালাল মেহেদী (২৭) ও তারেক মিয়া (৩০)। পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে কিডনির পাথর অপারেশনের জন্য পেশেন্ট কেয়ার হাসপাতালে রেখা আক্তারকে ভর্তি করা হয়। কিডনির পাথর অপসারণ করার পর হাসপাতালে অপারেশন থিয়েটারে রেখার শারীরিক অবস্থা খারাপ হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে চোরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে রেখা ও তার পেটে থাকা দুই যমজ সন্তান মারা যায়। পরে মরদেহ নিয়ে পেশেন্ট কেয়ার হাসপাতালের সামনে এসে স্বজনরা বিক্ষোভ করেন। 

এদিকে ঘটনার পর থেকেই ক্লিনিক মালিক ও চিকিৎসক পলাতক রয়েছেন।

ময়মনসিংহ নগরীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই চলছে এ রকম অসংখ্য বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক, ল্যাব চলে বলে অভিযোগ করেছেন অনেকে।

আরও পড়ুন:

কিডনি অপারেশনের সময় গর্ভের যমজ সন্তানসহ প্রসূতির মৃত্যুতে মামলা

কিডনি অপারেশনের সময় গর্ভের যমজ সন্তানসহ নারীর মৃত্যু

/এনএআর/
সম্পর্কিত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
সর্বশেষ খবর
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব