X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

এক খামারির ২৭টি গরুর মৃত্যু

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১২ জুন ২০২৪, ১৯:১৩আপডেট : ১২ জুন ২০২৪, ১৯:১৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‌‘নেপিয়ার ঘাস’ খাওয়ার পর একটি খামারের ষাঁড়, গাভি ও বাছুরসহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযিদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। এ ছাড়া খামারটির আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এতে আরও মৃত্যুর আশঙ্কা করছেন খামারি।

বুধবার (১২ জুন) বিকালে খামারের মালিক জাহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার খামারে দুই শতাধিক ছোট-বড় গরু আছে। এর মধ্যে বেশিরভাগই ষাঁড়। কোরবানির ঈদে ষাঁড়গুলো বিক্রির জন্য প্রস্তুত করেছিলাম। গরুগুলোকে খাওয়ানোর জন্য খামারের পাশেই নেপিয়ার ঘাস চাষ করেছি। এসব ঘাস নিয়মিত খাওয়াতাম। শনিবার সন্ধ্যায় একই ঘাস খাওয়ানোর পর গরুগুলো অসুস্থ হতে শুরু করে। রবিবার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে। সর্বশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে একটি ষাঁড় মারা যায়। সব মিলিয়ে আমার খামারের ২৭টি গরু মারা গেছে। এর মধ্যে দুটি দুধের গাভি ও দুটি বাছুর ছাড়া অন্য ২৩টি ষাঁড়। এগুলোর বাজারমূল্য ৬০-৭০ লাখ টাকা। এছাড়া আরও ১০টি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সরকারি সহযোগিতা ছাড়া এই ক্ষতি পোষাতে পারবো বলে মনে হয় না।’

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা কয়েকদিন ধরে নেত্রকোনায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করছি, নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে।’ 

খবর পেয়ে ঘাসের নমুনা ও মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে ডা. এম এম এ আউয়াল আরও বলেন, ‘পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে। খামারির সঙ্গে আমাদের অধিদফতরের মেডিক্যাল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদানসহ খোঁজখবর রাখছে। আপাতত খামারিদের গরুকে শুধু কাঁচা ঘাস দেওয়া থেকে বিরত থাকা উচিত। এছাড়া নেপিয়ার ঘাস কাটার সঙ্গে সঙ্গে গরুকে খেতে দেওয়া উচিত নয়।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, ‘খবর পেয়ে নেপিয়ার ঘাসের নমুনা নিয়ে ঢাকায় পাঠিয়েছি। পরীক্ষার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। খামারটি আমাদের তত্ত্বাবধানে আছে। সেখানে আরও কয়েকটি গরু অসুস্থ অবস্থায় রয়েছে। চিকিৎসা চলছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।’

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল