X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঋণ করে ২০ হাজার টাকা দিয়েও সরকারি ঘর পাননি হতদরিদ্র নাসিমা

নেত্রকোনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২২:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২২:৪৪

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামের বাসিন্দা হতদরিদ্র নাসিমা আক্তার। পরিবার নিয়ে বসবাস করেন জরাজীর্ণ ঘরে। তাই সরকারি ঘর পাওয়ার আশায় তিনি ঋণ করে এনে ২০ হাজার টাকা দিয়েছিলেন স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে। কিন্তু টাকা দেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও ঘর পাননি। 

ওই আওয়ামী লীগ কর্মীর কাছে টাকা চাইতে গেলে উল্টো তিনি নাসিমাকে হুমকি-ধমকি দেন। এ অবস্থায় অসহায় নাসিমা আক্তার স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আওয়ামী লীগ কর্মী হলেন শাহীন আকন্দ (৪৮)। তিনি একই ইউনিয়নের কেওয়ারদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহনগঞ্জ থানা পুলিশের এসআই জসিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযোগে নাসিমা আক্তার উল্লেখ করেন, সরকারি আশ্রয়ণের ঘর পাওয়ার আশায় তিন বছর আগে তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহীন আকন্দকে ২০ হাজার টাকা দেন। আওয়ামী লীগের লোক হওয়ায় তখন দ্রুত সময়ের মধ্যে নাসিমাকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন শাহীন। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও নাসিমার ভাগ্যে সরকারি ঘর আর জোটেনি। ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে নাসিমাকে উল্টো হুমকি-ধমকি দেন। 

এদিকে এতদিন ভয়ে কিছু বলতে না পারলেও সরকার পতনের পর গত ৪ অক্টোবর টাকা ফেরত চাইতে গেলে ফের নাসিমাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করলে তিনি গত ২৫ অক্টোবর থানায় লিখিত অভিযোগ করেন। 

নাসিমা আক্তার বলেন, আমরা গরিব মানুষ। ভাঙা ঘরে ত্রিপলের ছাউনি দিয়ে পোলাপান নিয়ে থাকি। শাহীনের সঙ্গে উপজেলার বড় বড় নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল। তাই আমাকে ঘর পাইয়ে দেবে বলে অফিস খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করে। পরে আমি ঋণ করে ২০ হাজার টাকা এনে তার হাতে দেই। 

তিনি আরও বলেন, গত তিন বছরে ঋণের টাকার সুদ বেড়ে কয়েক গুণ হয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে এখনও ঘুরছি। কিন্তু আজও ঘর পেলাম না। পরে টাকা চাইলে ফেরত না দিয়ে উল্টো হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। অভিযোগের পর তিন হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা না দিয়ে টালবাহানা করছেন শাহীন।

নাম প্রকাশে অনিচ্ছুক মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, আওয়ামী লীগে শাহীনের কোনও পদ পদবী নেই। তবে সে আওয়ামী লীগের একজন কর্মী।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে শাহীন আকন্দ দাবি করেন, অভিযোগটি মিথ্যা। এ বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, নাসিমা আক্তারের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন শাহীন। এর মধ্যে তিন হাজার টাকা ফেরতও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বাকি টাকা দিয়ে দেবেন বললেও দিচ্ছেন না। তবে দুই তিন দিনের মধ্যে টাকা ফেরত না দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
স্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
দলের কাছে অধিনায়ক মিরাজের প্রত্যাশা...
দলের কাছে অধিনায়ক মিরাজের প্রত্যাশা...
জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে দোয়া মাহফিল করে তোপের মুখে খুলনার ডিসি
জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে দোয়া মাহফিল করে তোপের মুখে খুলনার ডিসি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল