ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মদপানে মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিক উদ্দিন জানান, বুধবার রাতে তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয় এবং একজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা নিজাম উদ্দিন সঙ্গে করে একটি হুইস্কি মদের বোতল নিয়ে আসে। তার বন্ধু চর আলগির চরমছলন্দ গ্রামের সুমন মিয়ার বাড়িতে আরও কয়েকজন মিলে রাতে মদপান করে। মদ খাওয়ার পরে তারা প্রথমে তিন জন বমি করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে গফরগাঁও হাসপাতালে নেওয়া হয় এবং এখানে একজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এই বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।