X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে বাম জোটের মিছিলে হামলার অভিযোগ, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২১:৪১আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:৪১

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইটপাটকেলের আঘাতে দুজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে নগরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহের ব্যানারে নগরের মালগুদাম থেকে মিছিল বের করা হয়। অপরদিকে, দেশে অরাজকতা ও ‘শাহবাগীদের’ গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল আহ্বান করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখা।

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা জানান, তাদের মিছিল থেকে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। মিছিলটি টাউন হলের দিকে যেতে চাইলে নতুন বাজার এলাকায় হামলার শিকার হয়। এ সময় ছাত্র ফন্টের জেলা শাখার আহ্বায়ক আরিফুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফ্রন্টের সহসভাপতি অর্ণব দাস আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাহার মজুমদার বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমাদের মিছিলের পেছন দিক থেকে হামলা করে বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখা। পরে সেখানে যুক্ত হয় ইসলামী আন্দোলনের কিছু কর্মীও। আমাদের অনেকে ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসবো।’

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াস বলেন, ‘শাহবাগীদের বিরুদ্ধে মিছিল বের হয়ে নগরের গাঙ্গিনারপাড় অভিমুখে যাওয়ার সময় বামদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হামলার ঘটনা ঘটেনি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘শাহবাগের ঘটনায় দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও কোনও পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
গাজায় নতুন করে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল
জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
সর্বশেষ খবর
গাজায় নতুন করে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল
গাজায় নতুন করে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল
ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক 
বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক 
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১৫
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১৫
সর্বাধিক পঠিত
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
এবার ঈদ ঘিরে লম্বা ছুটি
এবার ঈদ ঘিরে লম্বা ছুটি
ভারতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা চায় জামায়াত
ভারতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা চায় জামায়াত