X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেলিম ওসমানের পক্ষে ৪৩ ব্যবসায়ী সংগঠন!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৩:৫০আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:৪২

সেলিম ওসমানের পক্ষে ৪৩ ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সেলিম ওসমানের পক্ষে এবার মাঠে নেমেছে ৪৩টি ব্যবসায়ী সংগঠন। বুধবার দুপুরে তারা নারায়ণগঞ্জ ক্লাবে  সেলিম ওসমানের পক্ষে  সংবাদ সম্মেলন করেছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন মসজিদ- মাদ্রাসারও প্রচুর লোক উপস্থিত ছিলেন। ৪৩টি সংগঠনের মধ্যে  ৮টি জাতীয় ও ৩৫টি জেলাভিত্তিক সংগঠন রয়েছে। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা গত ১৩ মে স্কুলের ঘটনায় সেলিম ওসমানের পক্ষে তাদের অবস্থান তুলে ধরে বলেন, ঘটনার পর কিছু কিছু মিডিয়া একপেশে সংবাদ পরিবেশন করে নারায়ণগঞ্জসহ এই এমপির ভাবমূর্তি নষ্ট করছে। এটা নিছক অপ্রপচার মাত্র।

সংবাদ সম্মেলনের শুরুতে যে ছাত্রকে নিয়ে ঘটনা, পিয়ার সাত্তার স্কুলের দশম শ্রেণির সেই ছাত্র রিফাত হোসেন ও তার মা রিনা বেগমের ভিডিও সংবাদ প্রচার করা হয়। এতে রিফাত ও তার মা রিনা বেগম জানান, ধর্ম নিয়ে শ্যামল স্যার কটূক্তি করেছিলেন।

উল্লেখ্য, রিফাত ও তার মা শুরুতে কটূক্তির কথা স্বীকার করলেও পরে মিডিয়ার সামনে বিষয়টি অস্বীকার করেন। এ নিয়েও রয়েছে ধুম্রজাল।

আরও পড়ুন:  চার কারণ দেখিয়ে ব্যাক ডেটে বরখাস্ত!



সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়, সকাল সাড়ে ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত শ্যামল কান্তি ভক্তকে অবরুদ্ধ করে রাখলেও কেন তাকে প্রশাসন উদ্ধার করতে পারেনি। সেলিম ওসমানকে ঘটনাস্থলে নেওয়ার জন্য কোনও ধরনের ষড়যন্ত্র হয়েছে কী না। আর একজন এমপি হিসেবে কেন একজন শিক্ষককে কানে ধরে উঠবস করানো হলো। উত্তরে ব্যবসায়ীরা জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিষয়। এছাড়া পুরো বিষয়টি এখন তদন্তাধীন। তাই এ নিয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী, এফবিসিসিআই -এর পরিচালক ও বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ -এর সহ সভাপতি আসলাম সানি ও জিএম ফারুক, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মঞ্জুরুল হক, আবদুস সোবহান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে পিয়ার সাত্তার লতিফ স্কুলে এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তিনি এখনও পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের উপার্জিত  প্রায় ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

১৩ মে প্রসঙ্গে বলা হয়, ‘সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকা শিক্ষককে উদ্ধার করতে যান এমপি সেলিম ওসমান। ওই সময়ে শিক্ষক সেলিম ওসমানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চান। তখন সেলিমের সামনে আর কোনও পথ খোলা ছিল না। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে, প্রধান শিক্ষক  জনতার আক্রোশের মুখোমুখি হন এবং পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়। সেলিম ওসমান শুধু প্রধান শিক্ষককে উদ্ধার করাই না, বরং তাকে বাঁচিয়ে সুষ্ঠু চিকিৎসারও ব্যবস্থা করেন। কিন্তু এমপির বিরুদ্ধে একটি গোষ্ঠী যেভাবে অযাচিত ও অনভিপ্রেত অপপ্রচার চালাচ্ছে তা কখনও গ্রহণযোগ্য না। পুরো ঘটনার পেছনের  লুকায়িত ঘটনা প্রকাশ করা হচ্ছে না। প্রকৃত পক্ষে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন থেকে এও জানানো হয়, ‘আইনকে আইনের গতিতে চলতে দেওয়া উচিত। তবে সেলিম ওসমানের বিরুদ্ধে কোনও ধরনের অপপ্রচার না করার আহবান করছি।’

আরও পড়ুন:  এটিএম বুথ থেকে চীনা নাগরিক আটক

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী