X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহারে জাবি উপাচার্যকে ৫ দিনের আল্টিমেটাম

জাবি প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৭:১৮আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:১৮

উপাচার্যের সঙ্গে বৈঠক উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে পাঁচদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

সোমবার বিকাল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে এই আল্টিমেটাম দেন ঐক্যমঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।

আগামী ৩ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে ৪ জুন মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন ঐক্যমঞ্চের মুখপাত্র রায়হান রাইন।

সোমবার বিকেল পৌনে ৩টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি উপাচার্যের বাসভবনে যান। এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম তাদের সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন তাদের সঙ্গে কথা বলেন। বিকাল তিনটা ২০ মিনিটে তারা উপাচার্যের বাসভবন থেকে বের হয়ে আসেন। 

উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ঐক্যমঞ্চের নাসিম আখতার হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা প্রত্যাহার ও হল খুলে দেওয়ার জন্য আমরা উপাচার্যকে ৩ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। উপাচার্য চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। উপাচার্য বলেছেন, মামলার পরবর্তী করণীয় বিষয়ে আইনজ্ঞের সঙ্গে আলোচনা ও সিন্ডিকেটের প্রয়োজন আছে।’

ঐক্যমঞ্চের মুখপাত্র রায়হান রাইন বলেন, ‘রবিবার উপাচার্যকে আমরা মামলা প্রত্যাহার, হল খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছি। সেসব দাবির প্রেক্ষিতে আমরা আজও  উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করি। সেখানে মামলা প্রত্যাহার ও হল খুলে দিতে উপাচার্যকে ৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।’ 

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল ৫টার দিকে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙে প্রাঙ্গণে অবস্থান নেন। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী ভাঙচুর চালান। রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে পরদিন রবিবার সকাল ১০টার মধ্যে হল খালি এবং ৪২ শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। রাতেই ওই ৪২ শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার তাদেরকে আদালতে নেওয়া হলে জামিন মঞ্জুর হয়।

/বিএল/    

জাবিতে ৪২ শিক্ষার্থী গ্রেফতার, রবিবার সকালেই হল ছাড়ার নির্দেশ

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীর হাতে হাতকড়া!

জাবির ৪২ শিক্ষার্থীর জামিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ