X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ানো হয়েছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ১৯:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:৩০

সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন দাবি করেছেন, তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নিজ বাস ভবনে পিপি ওয়াজেদ আলীর খোকন সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মেয়েকে অপহরণের উদ্দেশ্যে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।’ তিনি দাবি করেন, সাত খুনের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। 

তিনি বলেন, ‘আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে না পেরে আমার পরিবারের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা অনেক বড় ঘটনা হতে পারতো। তারা গাড়ি ও আরও লোক ব্যবহার করেছে। অপহরণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এটা করা। তাকে অপহরণের পর হত্যা এবং গুমও করা হতে পারতো।’

মায়েশার বাবা আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি না। তবে ঘটনার পর থেকে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুলিশের সতর্ক প্রোটেকশন এবং বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এতে বুঝতে পারছি পুলিশের কাছে হয়তো কোনও মেসেজ আছে। আর সেই জন্যই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।’  তিনি জানান, দুই দফা পাকস্থলি ওয়াশ করার পর চিকিৎসা শেষে তার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।   

মেয়ে মায়েশা ওয়াজেদ প্রাপ্তি জানান, বুধবার বিকাল পৌনে ৬টার দিকে সে কোচিং শেষে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় অজ্ঞাত এক লোক (বয়স আনুমানিক ৪৮ থেকে ৫২) তার বাবার পরিচিত বলে তাকে জিজ্ঞাসা করে চেনে কিনা? জবাবে সে চেনে না বলে জানায়। পরে ওই লোক তার আস্থা অর্জনের জন্য বাবার বন্ধু আনিছুর রহমান দীপু, চন্দনশীল, কাজলসহ কয়েকজনের নাম উল্লেখ করে। পরে তাকে বলে- তোমার বাবার তো অনেক অ্যাচিভমেন্ট আছে। আসো তোমাকে মিষ্টি খাওয়াই। সেই মিষ্টি খেতে না চাইলে ওই ব্যক্তি বারবার মিষ্টি খাওয়ার জন্য পীড়াপীড়ি করেন। কথা বলার একপর্যায়ে লোকটি মুখের মধ্যে একটি মিষ্টি ঢুকিয়ে দেন।

মায়েশা বলেন, ‘বিষয়টি অন্যরকম মনে হলে আমি দ্রুত তাকে পাশ কাটিয়ে রাস্তায় এসে রিকশা ঠিক করে বাসার উদ্দেশে রওনা দেই। রিকশায় উঠে পেছনের দিকে চেয়ে দেখি লোকটি একটি সাদা প্রাইভেটকারে সামনের সিটে বসছে। পেছনের সিটে আরও দুইজন লোক বসা।’

মায়েশা জানান, জোরর্পূবক মিষ্টি খাওয়ানো লোকটির গায়ের রং ফর্সা, পরনে স্যুট পড়া ছিলো। রিকশাটি গলাচিপা মোড়ে আসলে আমার বুক, পেট ও গলা জ্বালাপোড়া শুরু হয়। সঙ্গে সঙ্গে ফোনে বিষয়টি বাবাকে জানাই। রিকশাটি বালুর মাঠ এলে বাবা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাকে অপহরণের কোনও চেষ্টা করা হয়নি বলে জানান মায়েশা। 

এদিকে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি। এ ঘটনায় প্রাপ্তির মা সেলিনা ওয়াজেদ মিনু বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন পারভেজ জানান, ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত অব্যাহত আছে।  তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না। তাকে বিষ জাতীয় জিনিস খাইয়ে অচেতন করতে পারলে হয়তো অপহরণ করা হতে পারতো। এ ঘটনায় ছাত্রীর মা সেলিনা ওয়াজেদ মিনু বাদী হয়ে মামলার  প্রস্তুতি নিচ্ছেন।

এ সংক্রান্ত আরও খবর:

৭ খুন মামলার পিপির মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে