X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস: ২৪৮ স্কুলের পরীক্ষা স্থগিত

বরগুনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

বরগুনা

বরগুনা সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় মঙ্গলবার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির সদস্যরা হলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহবুবুল আলম ও বরগুনা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) এর সুপার মো. জাহাঙ্গীর আলম। ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা ছিল। কিন্তু আগের দিন (সোমবার) ওই পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পায়। পরে জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে শিক্ষা অফিসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষা স্থগিত করে। তারপরও মঙ্গলবার চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়।

জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ জানিয়েছে, যাচাই বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে জানা যায় শুধু এ তিন বিষয়ের প্রশ্ন ফাঁস নয় অন্য শ্রেণীরও একাধিক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ বলেন, ‘যাচাই বাছাই করে প্রমাণ পাওয়া গেলে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করে, নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।’

বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, ঘটনা তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চলে গেলো যুবরাজ


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে