X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রংপুরবাসীকে এরশাদের ধন্যবাদ

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৮

এইচ এম এরশাদ ও মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য রংপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। রংপুরের মতো আগামীতে সারাদেশেই লাঙলের জয় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার (২২ ডিসেম্বর) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা নগরীর দর্শনা মোড়ে এরশাদের বাসা পল্লি নিবাসে গেলে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকাল থেকেই এরশাদের বাসায় দলীয় নেতাকর্মীদের ভিড় ছিল। ফুল ও মিস্টি নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে আসতে থাকেন নেতাকর্মীরা।  পরে মেয়র পদে বিজয়ী মোস্তাফিজার রহমান মোস্তফা ফুল দিয়ে তৈরি লাঙল নিয়ে এরশাদের বাসায় যান। বেলা সোয়া ১২টার দিকে এরশাদ তার বাসায় উপস্থিত  সাংবাদিকদের বলেন, ‘রংপুর যে লাঙলের ঘাঁটি তা ভোটাররা প্রমাণ করেছে। এর জন্য রংপুরবাসীকে ধন্যবাদ। ভোটের আগে রংপুর এসে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। বলেছি এই নির্বাচনের মাধ্যমে তাদের পরীক্ষা দিতে হবে। তবে তারা সফল হয়েছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আশা করা যায় আগামীতে সব নির্বাচনই সুষ্ঠু ও সফল হবে। প্রধান নির্বাচন কমিশনারকেও আমি ধন্যবাদ জানিয়েছি।’

মোস্তফার জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘নতুন মেয়র রংপুরের তৃণমূলের কর্মী। তিনি নেতা হিসেবে পরিচিত না। তাই এতো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই নির্বাচনের সাফল্য নিয়েই আগামীতে সারা দেশে লাঙল ভালো করবে বলে আমি আশাবাদী।’

পরে মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘রংপুরবাসীকে ধন্যবাদ। আসলে এই নির্বাচনে ব্যক্তি মোস্তফা কোনও বিষয় না, এখানে লাঙলের বিজয় হয়েছে।’

তিনি জানান, মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর রংপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে সবার আগে কাজ করবেন তিনি। পরে নাগরিক সেবা নিয়ে কাজ করবেন। নাগরিকরা যার যার এলাকা থেকেই যেন সেবা পান, সিটি করপোরেশন ভবনে আসতে না হয় সেই ব্যবস্থা করবেন। ৩৩ জন কাউন্সিলরের অফিসেই যাতে নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করবেন। তিনি বলের, ‘দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সরকারি সংস্থা ও সব মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নগরীর উন্নয়নের চেষ্টা করবো।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত রসিক নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।

আরও পড়ুন- 

রংপুরের নগরপিতা মোস্তফা
রসিকে কাউন্সিলর পদের আনুষ্ঠানিক ফল ঘোষণা আজ

ঝন্টুর পরাজয়ের পেছনে দলের সঙ্গে সমন্বয়হীনতা, জনগণের সঙ্গে দূরত্ব


 

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি