X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

নওগাঁ থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২১

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক সাত


এনএসআই এর সহযোগীতায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন।





আটককৃতরা হল, পত্নীতলা উপজেলার চকরঘু গ্রামের রমজান আলীর ছেলে আল মামুন (২৯) ওই উপজেলার চক জৈরাম গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে জাহিদ হাসান ইমান (১৬), চক খিরশিন গ্রামের হাবিবুর রহমানের ছেলে মর্তুজা আহম্মেদ হাদি (১৬), চক-জৈরাম উত্তরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে প্রভাত কুমার মহন্ত (১৬), গুটিন গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই উপজেলার আড়ানপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (১৬) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসরাফিল আলম (১৬)।





জেলা গয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফিক জানান, গত রাতে গয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলার পত্নীতলায় অভিযান চালানো হয়। এ সময় চলমান এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৬
সদস্যকে আটক করা হয়। এবং আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পাশ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে ওই চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।




ওসি আরও জানান, আটককৃতরা ইন্টারনেটের মাধ্যমে চলমান এসএসসি পরিক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নপত্র পায়। এবং সেগুলো টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। শুধু তাই নয়,এরপর ইংরেজি, গণিত ও ধর্ম পরিক্ষার প্রশ্নপত্রও তাদের সংগ্রহে ছিল।’ তবে তাদের গোড়া খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।



আরও পড়ুন: বাইক্কা বিলে ৩৮ প্রজাতির পরিযায়ী পাখি

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা