X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘ঠকানোর দিন শেষ, নারীরাই সবচেয়ে বেশি এগিয়ে যাবেন’

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০২ মে ২০১৮, ০৪:০৫আপডেট : ০২ মে ২০১৮, ০৪:১৩

ধানক্ষেতে কাজ করছেন নারী শ্রমিকরা খাগড়াছড়ি জেলায় কর্মক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকেরাও সমান অবদান রাখছেন। কিন্তু, নারীরা সমান মজুরি পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য কমানোর দাবি জানিয়েছেন তারা।

নারী শ্রমিকদের এই দাবি প্রসঙ্গে জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারী শ্রমিকের বৈষম্য কমছে। শিক্ষাক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। এখন তাদেরকে ঠকানোর দিন শেষ হয়ে আসছে। আর কিছুদিন অপেক্ষা করুন। নারীরাই সবচেয়ে বেশি এগিয়ে যাবেন।’

জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার ৩৮টি ইউনিয়ন পরিষদের জনসংখ্যা প্রায় ৭ লাখ। মোট জনসংখ্যার প্রায় ৪ লাখ ৫০ হাজার লোক প্রাপ্ত বয়স্ক এবং এর মধ্যে কর্মক্ষম ও প্রাপ্তবয়স্ক নারীর সংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। খাগড়াছড়িতে বাঙ্গালি, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। বাঙ্গালি ও চাকমা সম্প্রদায়ের নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ ৩০ থেকে ৪০ শতাংশ হলেও মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের শতভাগ নারীই প্রত্যক্ষভাবে বিভিন্ন কর্মে জড়িত। গড়ে মোট নারীর ৭৫ থেকে ৮০ শতাংশ বিভিন্ন শ্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। জেলার প্রায় সকল কর্মক্ষেত্রে আছে নারী শ্রমিক।

কাপড় বুনছেন নারী শ্রমিক খাগড়াছড়ি সদরের যাদুরামপাড়া এলাকার নারী শ্রমিক রাজকুমারী ত্রিপুরা বলেন, ‘পুরুষদের মতো সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করি। পুরুষেরা অনেক সময় কাজেও ফাঁকি দেন। তারপরও দিন শেষে তারা ৪৫০ থেকে ৫০০টাকা পান। আর আমরা ৩০০ থেকে ৩৫০ টাকা পাই।’

আরও পড়ুন: রাজশাহীর নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার

খাগড়াছড়ি সদরের কালাডেবা এলাকার নাইম্রা মারমা বলেন, ‘পুরুষ শ্রমিকেরা ৪০০ থেকে ৪৫০টাকা মজুরি পান, আমাদের দেওয়া হয় ২৫০ টাকা।’

দিঘীনালা উপজেলার প্রত্যন্ত নারাইছড়ি এলাকার নারী শ্রমিক মিতা চাকমা বলেন, ‘আমাদের এলাকার প্রায় সব নারীই কৃষি ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করেন। এখানে পুরুষদেরকে ৩০০ এবং নারীদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়।’

খাগড়াছড়ি সদরের আলেয়া খাতুন বলেন, ‘নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করি। পুরুষদের চেয়ে কম মজুরি পাই।’

ব্যবসায়ে নারীদের অংশগ্রহণ খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপ-পরিচালক তরুন ভট্টাচার্য্য বলেন, ‘কৃষিক্ষেত্রে প্রায় ৮০ ভাগ শ্রমিকই নারী। এরা বরাবরই কম মজুরি পায়। নারী-পুরুষের চলমান মজুরি বৈষম্য শেষ হওয়া দরকার।’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘নারী-পুরুষের মজুরি বৈষম্য দীর্ঘদিনের। পুরুষশাসিত সমাজে নারী শ্রমের প্রতি অবহেলা, বৈষম্যমূলক মনোভাব, নারীদের সহনশীল মানসিকতা ও পর্যাপ্ত কর্মসংস্থানই এর জন্য দায়ী। বর্তমান সরকার এই বৈষম্য দূর করার জন্য কাজ করছে। চাকরিসহ সব কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সমান নিশ্চিত করা হয়েছে। বেতন-ভাতা ও মজুরিও সমান। সরকার ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সব প্রকল্পে নারী-পুরুষের সমান অধিকার রাখার বিধান নিশ্চিত করেছে। সরকারের পাশাপাশি সবাই এই বিষয়ে কাজ করলে এই বৈষম্য দূর হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার