X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জনসমর্থনহীন প্রার্থীকে মনোনয়ন নয়: ওবায়দুল কাদের

পাবনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬

পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনমতের বিরুদ্ধে কোনও প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা জনগণের সঙ্গে দুর্ব্যবহার করে, যার সঙ্গে মানুষ নাই; আওয়ামী লীগ তাদের মনোনয়ন দেবে না।’

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনার মুলাডুলি স্টেশনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গে আওয়ামী লীগের ‘নির্বাচনি ট্রেনযাত্রা’র অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস, বোমা সন্ত্রাস ও নাশকতা করার পরিকল্পনা করছে। বোমাবাজি করে সহিংসতার পরিকল্পনা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘১০ বছরে ১০ দিনও তারা রাস্তায় দাঁড়াতে পারেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে। কিন্তু কোনও লাভ হয়নি।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সরকারের সময় বিদ্যুৎ ছিল না, ছিল শুধু লোডশেডিং। শহরের মানুষ ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও বিদ্যুৎ পেতো না। বর্তমান সরকারের সময় এখন ঘরে ঘরে বিদ্যুৎ। যদি কোথাও বিদ্যুৎ না থাকে, তাহলে নির্বাচনের আগে শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে উত্তরবঙ্গে নির্বাচনি ট্রেনযাত্রার অংশ হিসেবে নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মুলাডুলি স্টেশনে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

আরও খবর: জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে: ওবায়দুল কাদের


/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি