X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মাননা পেলেন পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৮:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৮:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মাননা পেলেন পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেন ব্রাহ্মণবাড়িয়ায় পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেনকে বৈশাখী উৎসব সম্মাননা দেওয়া হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত ৩৩ তম বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে তাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রাবন্ধিক ড. সরকার আবদুল মান্নান, কথাসাহিত্যিক ড. আনিস রহমান, পশ্চিমবঙ্গের নারী অধিকারকর্মী মৌ ভট্টাচার্য, কথাসাহিত্যিক সাদত আল মাহমুদ ও কবি শরাফত হোসেন। সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক মানবর্দ্ধন পাল। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির যুগ্ম সম্পাদক জামিনুর রহমান। কবি বল্লরী সেনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কথাশিল্পী মানিকরতন শর্মা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতির মাধ্যমে মানুষ তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদেরকে আবহমান কালের সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে হবে। বৈশাখী উৎসব উদযাপন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরই ধারাবাহিকতা। এমন আয়োজনে পশ্চিমবঙ্গের একজন কবিকে বাংলাদেশে সম্মান জানানোর মাধ্যমে এই ধারা আরও শক্ত ভীত রচনা করবে বলে আমাদের বিশ্বাস।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্থায়ী ভিত্তি দিতে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বল্লরী সেনকে সম্মান জানানোর মাধ্যমে সাহিত্য একাডেমি এই কাজটি এগিয়ে নিয়ে গেলে।

সাহিত্য একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করে কবি বল্লরী সেন বলেন, রাষ্ট্রের সীমানা থাকলেও সংস্কৃতির সীমানা হয় না। সংস্কৃতি প্রবহমান থাকে যুগ যুগ ধরে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হারুনুর রশিদ খান, কবি রোকেয়া রহমান কেয়া, কবি আবদুর রহিম, কবি শিরিন আক্তার, কবি অর্ধেন্দু শর্মা, ছড়াকার সাইফুল ইসলাম রিপন ও রিপন দেবনাথ।ভারতের ত্রিপুরা রাজ্যের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন ‘সুর অঞ্জলি’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দলটির নেতৃত্ব দেন শিল্পী মায়া রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানিকরতন শর্মা ও সাইফুল ইসলাম রিপন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ