X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ক্ষেতে আগুন দেওয়া সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৬:৫৫আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:২০

ক্ষেতে আগুন দেওয়া সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা এলাকার কৃষক আব্দুল মালেক ধানের কম দাম ও শ্রমিক সংকটের প্রতিবাদে ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবার তার ক্ষেতের ধান কেটে দিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ মে) দুপুরে জেলার সরকারি সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে আব্দুল মালেকের ক্ষেতের ধান কেটে দেন। আগুন দেওয়া প্রায় এক বিঘা (৫৬ শতাংশ) জমিতে ১২-১৩ জন শিক্ষার্থী সম্মিলিতভাবে ধান কেটে দেন।

এর আগে ১২ মে ওই কৃষক শ্রমিক সংকট, শ্রমিকের মজুরি বেশি এবং ধানের ন্যায্যমূল্য না পেয়ে নিজের পাকা ধানক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ জানান। মালেকের এই প্রতিবাদে বিস্ময় প্রকাশ করেন এলাকার অধিকাংশ কৃষক।

ক্ষেতে আগুন দেওয়া সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাফি বলেন, ‘সংবাদমাধ্যমে জানতে পারি শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধানক্ষেতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেছেন কৃষক আব্দুল মালেক। মানবিক দিক বিবেচনা করে আমরা কৃষক মালেকের ক্ষেতের ধান কেটে দিয়েছি।’

ক্ষেতে আগুন দেওয়া সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘ধানের দামের তুলনায় ধান কাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। প্রায় দেড়মণ ধানের দাম দিয়ে একজন ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। সেদিক বিবেচনা করে আমরা বিভিন্ন কলেজ থেকে এসেছি কৃষক মালেককে সহযোগিতা করার জন্য।’

কৃষক আব্দুল মালেক বলেন, ‘আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদে ক্ষেতে আগুন দেই। শিক্ষার্থীরা ধান কেটে দেওয়ায় আমি অনেক খুশি।’ ধানের জমিতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষক আব্দুল মালেক (ফাইল ছবি)

প্রসঙ্গত, কৃষক আব্দুল মালেক ছাড়াও গত সোমবার (১৩ মে) বিকালে জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কৃষক নজরুল ইসলাম তার নিজের বোরো ধানক্ষেতে আগুন ধরিয়ে দেন। পরে অন্য কৃষকরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন- 


ধান ক্ষেতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ

পাকা ধানে আগুন দিয়ে আরেক কৃষকের প্রতিবাদ

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ