X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাবান ফ্যাক্টরির কেমিক্যালে ২৫ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ২১:২৯আপডেট : ১৬ জুন ২০১৯, ২২:২২

সাবান ফ্যাক্টরির (বাঁয়ে) বিষাক্ত কেমিক্যালে মারা যাওয়া মাছ কুমিল্লায় ময়না বল সাবান ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল নির্গত হয়ে একটি মাছের ঘেরের ২৫ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ জুন) সকালে সদর উপজেলার ঝাগরজুলি হৃদগড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে গেছেন ফরহাদ আলী নামে এক খামারি। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার ঝাগরজুলি মুক্তি সিএনজি পাম্পের পেছনে হৃদগড়া এলাকায় ফরহাদ আলীর মাছের খামার। এখানে ৩০ একর জমিতে গত ১০ বছর যাবৎ মাছের চাষ করে আসছেন তিনি। তার মাছের ঘেরের পশ্চিম দিকে অবস্থিত ‘ময়না বল সাবান’ নামে একটি সোডা ও সাবানের ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল গেল কয়েক মাস আগে রাতের আঁধারে তার মাছের ঘেরে ফেলে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। ইতোপূর্বে সাবান ফ্যাক্টরির মালিক শাহজাহান সিরাজকে কয়েকবার বলার পরও কেমিক্যাল ফেলা বন্ধ করেননি তিনি। এরই ধারবাহিকতায় শনিবার রাতে সাবান ফ্যাক্টরির বিপুল পরিমাণ ক্ষতিকার উচ্চমাত্রার কেমিক্যাল ফেলা হয় ওই মাছের ঘেরে। কেমিক্যালের কারণে পানি বিষাক্ত হয়ে রুই, কাতল, বোয়ালসহ দেশীয় বিভিন্ন জাতের অন্তত ৫০০ মণ মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানান মালিক ফরহাদ আলী।

অভিযোগের বিষয়ে ওই সাবান ফ্যাক্টরির মালিক শাহজাহান সিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবান ফ্যাক্টরির কেমিক্যালের কারণে যদি মাছ মারা গিয়ে থাকে তাহলে বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে নেব।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবান ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যালের কারণেই মাছগুলো মারা গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা