X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০১৯, ১৩:৫৬আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৪১

নিখোঁজ সাকিব সাহাবের স্কুলের আইডি কার্ড চট্টগ্রামে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রবিবার (১৬ জুন) সকাল থেকে সোমবার দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম সাকিব সাহাব (১৫)। সে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ ছাত্রের মামা ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সাকিব এবং তার বোন দু'জনই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সাকিব নবম শ্রেণিতে, তার বোন দশম শ্রেণিতে পড়ে। রবিবার সকালে তারা দু’জন স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। বোনের সঙ্গে সে স্কুলে যায়, কিন্তু ক্লাস শেষে তার কোনও খোঁজ মেলেনি।

তিনি আরও  বলেন, ‘ছোটবেলা থেকে সাকিব সৌদি আরবে ছিল। সেখান থেকে দেশে আসার পর এ বছরই তাকে সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করানো হয়।’ এ ঘটনায় পাঁচলাইশ থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।

পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব নিখোঁজের ঘটনায় তার পরিবার রাতে থানায় জিডি করেছে। এ ঘটনায় আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি