X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঝড়ের কবলে পড়ে মিয়ানমারের জলসীমানায় ২২ বাংলাদেশি, পরে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১১

মিয়ানমারের জলসীমানা থেকে উদ্ধার হওয়া ২২ বাংলাদেশি (ছবি– প্রতিনিধি)

ঝড়ের কবলে পড়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের ২২ বাসিন্দাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমানায় ঢুকে পড়ে।

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লে. জোছেল রানা বলেন, ‘দুপুরে মিয়ানমার জলসীমানার বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়; যাতে দুই নারীসহ ২২ জন যাত্রী ছিলেন।’

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এখবর পেয়ে কোস্টগার্ডের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ওই ২২ জনকে উদ্ধার করে। বিকালে তাদের দ্বীপে নিয়ে আসা হয়। তারা সবাই সুস্থ আছেন।

সেন্টমার্টিন দ্বীপে উদ্ধার হওয়া ২২ বাংলাদেশি (ছবি– প্রতিনিধি)

উদ্ধার হওয়া ট্রলার যাত্রী আবদুর রহিম বলেন, ‘ট্রলার ভেসে মিয়ানমারের জলসীমানায় চলে যায়। আর দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হলে যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। মনে হচ্ছিল, আজই জীবনের শেষ দিন।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগরের মাঝপথে বিকল হওয়া যাত্রীবাহী ট্রলার উদ্ধার করেন সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা। এতে দ্বীপের ২২ বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সাগরে বিকল ট্রলার উদ্ধার করে দ্বীপে আনা হয়েছে। এতে কোনও ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা