X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ০৭:০২আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৭:১১

যাবজ্জীবন ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিস ব্যবসার অংশীদারিত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক আবদুল আহাদ খান এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পাগলা থানার দীঘারপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মোফাজ্জল (৩৩), ওয়াজেদ আলীর ছেলে ইলিয়াস (২৫), আবুবক্কর ছিদ্দিকের ছেলে মামুন (২৮), আব্দুল মতিনের ছেলে মোস্তফা কামাল (৩৭), রইছ উদ্দিনের ছেলে পলাশ (২৯), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া ( ৩০), লোকমান হেকিমের ছেলে খোকন (৪২), মিজানুর রহমানের ছেলে সবুজ (২৭), আব্দুল বারির ছেলে আনোয়ার (২৬), মৃত আব্দুস সাত্তারের ছেলে সোহাগ (২৫) ও সিরাজ উদ্দিনের ছেলে আলম (২৯)। আসামিদের মাঝে ইলিয়াস, আনোয়ার, আলম পলাতক রয়েছে।

মামলার বিবরণ সূত্রে পুলিশ পরিদর্শক আবদুল আহাদ খান জানান, ২০১২ সালের ১৯ অক্টোবর আসরের নামাজের পর গফরগাঁওয়ের পাগলা থানার দীঘারপাড় এলাকার ফজলুল হকের ছেলে ও কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের অনার্স পড়ুয়া শিহাব হাসান বাবু (২১) বাসা থেকে বের হন। রাতে বাড়ি না ফিরে মোবাইল ফোনে মাকে জানান ডিস ব্যবসার অংশীদারিত্ব নিয়ে এক দরবারে আছেন তিনি। পরদিন বিকালে খবর পাওয়া যায় পাশের ব্রহ্মপুত্র নদে শিহাবের মৃতদেহ ভেসে আছে। ওই ঘটনায় শিহাবের মা সেলিনা খাতুন বাদী হয়ে গফরগাঁওয়ের পাগলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শেষে ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে আইনজীবী সোহরাব উদ্দিন খান মামলা পরিচালনা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া, শুনানি, ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে এ আদেশ দিলেন বিচারক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা