X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চান আবরারের বাবা

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৫:১২আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:১৪

আবরার ফাহাদ রাব্বীর বাবা বরকত উল্লাহ (ফাইল ছবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রতিক্রিয়ায় আবরারের বাবা বরকত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৫ জনকে অভিযুক্ত করে আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচার করা হোক।’

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন সরাসরি হত্যায় অংশ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাকি ১৪ জন বিভিন্নভাবে হত্যার ঘটনায় সম্পৃক্ত।

আবরারের বাবা বলেন, ‘আমার ছেলেকে পিটিয়ে হত্যায় জড়িত চার আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাই। সেই সঙ্গে গ্রেফতার আসামিরা যাতে আইনেই ফাঁক গলে জামিন না পায়, সে বিষয়টি দেখার জন্য আবেদন জানাই।’ 

বুয়েট শিক্ষার্থীরা আবরার হত্যা মামলার খরচের বিষয়ে তার পরিবারকে সহায়তার জন্য বুয়েট কর্তৃপক্ষের ওপর চাপ দিচ্ছিলেন। তবে বরকত উল্লাহ জানান, বুয়েট প্রশাসন মামলার খরচ চালানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত দেয়নি।

আবরার ফাহাদ হত্যা মামলায় আইনজীবী নিয়োগ প্রসঙ্গে বরকত উল্লাহ বলেন, ‘আমরা চাই নিজস্ব আইনজীবী নিয়োগ করতে। কিন্তু এ বিষয়ে এখনও কোনও অনুমতি পাওয়া যায়নি। এ বিষয়ে আমি সরকারের সহযোগিতা কামনা করছি।’

প্রসঙ্গত, গত  ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চলতি বছরের গত ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।   

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। আবরারের বাড়ি কুষ্টিয়ার শহরের পিটিআই সড়কে। তার বাবা বরক উল্লাহ বর্তমানে একটি এনজিও সংস্থায় কর্মরত আছেন।

আরও পড়ুন- 
২৫ জনকে অভিযুক্ত করে আবরার হত্যা মামলার চার্জশিট

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক