X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘সাইফুল জঙ্গি নয় প্রমাণ হয়েছে, এবার লাশ ফেরত চাই’

শরীয়তপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৭:০৫

নিহত হলি আর্টিজানের পিৎজা শেফ সাইফুল ইসলাম চৌকিদারের স্ত্রী ও সন্তানরা


‘মামলার এজাহার ও রায়ে কোথাও সাইফুলকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়নি। সে হলি আর্টিজানের নিরপরাধ কর্মচারী ছিল। যেহেতু সাইফুল জঙ্গি না, প্রমাণ হয়েছে, এবার লাশটা ফেরত চাই। আমার স্বামীর লাশ আমি তার নিজের বাড়িতে দাফন করতে চাই। আমার তিন শিশু সন্তান তাদের বাবাকে ফেরত না পেলেও বাবার কবরটা যেন ছুঁয়ে দেখতে পারে।’ আজ হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন হামলার নিহত হলি আর্টিজানের পিৎজা শেফ সাইফুল ইসলাম চৌকিদারের স্ত্রী সোনিয়া বেগম।
তিনি আরও বলেন, জঙ্গি হামলার ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকে সরকার ক্ষতিপূরণ দিয়েছে। যদিও তারা সবাই ছিল স্বচ্ছল পরিবারের সন্তান। কিন্তু আমার স্বামী পেটের দায়ে সেখানে পিৎজা শেফ হিসেবে কাজ করতো। অথচ, আমরা বেঁচে আছি, না মরে গেছি সেই খবরও কেউ নেয়নি। রিজিকের মালিক আল্লাহ। এই অভাব অনটনের মাঝেও আমি আমার সন্তানদের নিয়ে এক সময় মাথা উঁচু করে দাঁড়াবো।’

সোনিয়া বেগম আরও বলেন,‘পরিচয় থাকার পরও আমার স্বামীকে বেওয়ারিশ হিসেবে দাফন করে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। এখন লাশটা ফেরত পেলে আমাদের আর কোনও দুঃখ থাকবে না। সরকারি আর্থিক কোনও সহায়তা বা ক্ষতিপূরণ আমি চাই না।’
উল্লেখ্য, ২০১৬ সালে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হয় রেস্তোরার পিৎজা শেফ সাইফুল ইসলাম চৌকিদার। প্রথমে তাকে জঙ্গি হিসেবে সন্দেহ করা হলেও পরবর্তীতে প্রমাণ হয় সে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত নয়। মামলার এজাহারেও পুলিশ উল্লেখ করে, ২০১৬ সালের ২ জুলাই সকালে হলি আর্টিজানে যে কমান্ডো অভিযান চালানো হয়, তাতে ৫ জঙ্গি ও ওই বেকারির এক কর্মীসহ ৬ জন নিহত হয়। নিহত বেকারির কর্মীর নাম সাইফুল চৌকিদার।

 আরও পড়ুন: ‘পরিচয় থাকার পরও আমার স্বামীকে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান