X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনামন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৯:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনামন্ত্রী বগুড়ায় পূর্ণাঙ্গ বিমান বন্দর ও করতোয়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কোথাও কোনও বাঁশের সাঁকো বা খারাপ রাস্তা থাকলে আমাদেরকে জানান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না। জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিনি নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু ও দেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বাঙালি জাতিকে সম্মান দিয়েছে। হৃদয়ে মাতৃভূমি লালন ও ধারণ করে এগিয়ে যেতে হবে। কুচক্রি মহল মিথ্যাচার করে আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। তাই অতীতের জঞ্জাল সাফ করে সরল পথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’