X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁ থানার কাছেই ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:০৩

আহত বিকাশ এজেন্ট মো. জুলহাস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার থানার ৩০ গজ দূরত্বে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিকাশ এজেন্ট মো. জুলহাসকে (২৮) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্ভাড ভ্যানের হেলপার খুন হয়। পরপর দুটি ঘটনায় সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

বিকাশ এজেন্ট জুলহাস উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার মো. শহীদুল্লার ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি রাতেই শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করতে আসেনি। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।’

এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, জুলহাস সোনারগাঁ থানার সামনে রাকিব টেলিকম নামে বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোডের দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছিলেন। সোমবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে ভাটিবন্দরের বাড়িতে যাচ্ছিলেন। পথে থানা সংলগ্ন ব্রিজের ওপারে ভবনাথপুর এলাকায় বালুর গদি মোল্লা এন্টারপ্রাইজের সামনে সিএনজি দিয়ে আসা চার-পাঁচ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা জুলহাসের ঘাড়, পিঠ, হাত ও পেটে ছুরিকাঘাত করে। এরপর তারা নগদ প্রায় দুই লাখ টাকা, দুটি মোবাইল সেট, গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা জুলহাসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, ‘আমার পৈতৃক বাড়ি সোনারগাঁয়ে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সড়কে ডাকাতি, ছিনতাই, মানুষ খুন হচ্ছে। কিন্তু পুলিশ তা রোধ করতে পারছে না। গত দুই দিনে পুলিশ চেকপোস্টের সামনে ছুরিকাঘাত করে ট্রাকের হেলপার খুন এবং থানার সামনে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তাই প্রমাণ করে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা বাসাবাড়িতে কীভাবে নিরাপদ থাকবো। সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়া উচিত।’  

উল্লেখ্য, গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় ছিনতাইকারীর দল কার্ভাড ভ্যানের চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই কার্ভাড ভ্যানের হেলপার মারা যায়। পুলিশ ওই ঘটনায় একটি ডাকাতির মামলা গ্রহণ করেছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা