X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বর্তমানে শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে: বাদশা

রাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪

বর্তমানে শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে: বাদশা রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘২০৪০ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের অংশীদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য অপরিহার্য হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাধ্যমিক স্কুলগুলোর বর্তমান অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। শিক্ষা প্রশাসনে দুর্নীতির ছায়া পড়েছে। এখান থেকে রক্ষা করতে না পারলে আমরা উন্নত বিশ্বের অংশ হতে পারবো না।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শহীদ ড. শামসুজ্জোহার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোহা দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দীর্ঘদিন ধরে আজকের এই দিনটি জাতীয়ভাবে শিক্ষক দিবস ঘোষণার দাবি জানানো হচ্ছে। এ নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে, কিন্তু আজও স্বীকৃতি মিলেনি। আমরা চাই এই দিনটিকে জাতীয় শিক্ষা ও শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হোক।’ এ সময় তিনি ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে উত্থাপনের আশ্বাস দেন।
এক দার্শনিকের উদ্ধৃতি দিয়ে রাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘কেউ যদি এক বছরের পরিকল্পনা করতে চায়, তবে সে যেন ধান চাষ করে। কেউ যদি ১০ বছরের পরিকল্পনা করে তবে সে যেন গাছ লাগায় এবং কেউ যদি ১০০ বছরের পরিকল্পনা করতে চায় তবে সে যেন তার সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে। তাই আমাদের সন্তানদেরও সেই সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ড. জোহার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ওয়ার্কাস পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু দলীয় নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক