X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ক্ষণগণনা ভাঙচুর: আগাম জামিন পেলেন জাপা’র ৬ নেতা

গাইবান্ধা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪

ক্ষণগণনা ভাঙচুর: আগাম জামিন পেলেন জাপা’র ৬ নেতা গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডে বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারের অপসারণ ও শাস্তির দাবিতে ঝাড়ু মিছিলে হামলা ঘটনার সময় মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা (কাউন্টডাউন) ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির ছয় নেতাকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্ট ডিভিশনের ১৯নং বেঞ্চে মামলার এজাহার নামীয় ১০ জনের মধ্যে ছয় নেতা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন পাওয়া নেতারা হলেন- পৌর জাপার সভাপতি আবদুর রশিদ ডাবলু, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ছারোয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর ও ইউনিয়ন ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মমিন মিয়া।

আদালতে নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ছয় নেতার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন হাইকোর্ট ডিভিশনের ১৯নং বেঞ্চের বিচারক। রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের এই মামলায় নিম্ন আদালতেও আগাম জামিনে উচ্চ আদালতের আদেশ বহালের আশা করেন তিনি। এছাড়া মামলার এজাহার নামীয়সহ গ্রেফতার অন্য নেতাদের জামিনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে, মামলার এজাহার নামীয় উপজেলা যুব সংহতির সাধরণ সম্পাদক গোলাম রব্বানী রুবেল, তারাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জগদিশ কুমার ও কৃষক পার্টির পৌর ওয়ার্ড সভাপতি কামরুল হাসান ঘটনায় আহতের পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ঘটনাস্থলে আটক এজাহার নামীয় সাইফুল ইসলাম ও পরে জড়িত সন্দেহে আটক আবদুর রাজ্জাক এবং আবু বক্কর বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুর্নীতি-লুটপাটসহ নানা কর্মকাণ্ডে বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অপসারণ ও শাস্তির দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ঝাড়ু মিছিলে অতর্কিত হামলা চালায় পিআইও’র ভাড়াটে লোকজনসহ কথিত ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। হামলার সময় প্রবেশ গেটের ওপর থাকা মুজিবশতবর্ষে ক্ষণগণনা (কাউন্টডাউন) ভাঙচুর অভিযোগে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের