X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কথা দিয়েও আ.লীগ প্রার্থীর অভ্যর্থনায় ছিলেন না নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪

 

চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর অভ্যর্থনা অনুষ্ঠান কথা থাকলেও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না একই সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর পুরাতন রেলস্টেশনে রেজাউল করিমকে অভ্যর্থনা জানান নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের বাইরে অন্য কোনও নেতাকর্মীকে দেখা যায়নি অনুষ্ঠানে।  

এ বিষয়ে আ জ ম নাছিরের ফোনে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে উনার ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভ্যর্থনা অনুষ্ঠানে নাছির সাহেবের থাকার কথা ছিল। তবে মঙ্গলবার রাত থেকে উনার মা অসুস্থ। তিনি মায়ের সিটি স্ক্যান করাতে হাসপাতালে ছিলেন। রেজাউল করিম সাহেবের চট্টগ্রাম পৌঁছানোর কথা ছিল ১টা থেকে দেড়টার মধ্যে। কিন্তু তিনি আসেন ৩টায়, ওই সময়ই হাসপাতালে যেতে হয়েছে নাছির সাহেবকে। তাই ইচ্ছা থাকার পরও তিনি সেখানে যেতে পারেননি।’  

দলীয় মনোনয়ন পাওয়ার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম আসেন রেজাউল করিম। বিকাল ৩টায় স্টেশনে নামার পর তাকে পুরাতন রেলস্টেশনে তাকে অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর অভ্যর্থনা অনুষ্ঠান

অনুষ্ঠানে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত আমাদের প্রার্থী রেজাউল করিমকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা নৌকায় ভোট দিয়ে রেজাউল করিমকে জয়ী করবেন। আপনাদের আত্মীয়স্বজনকে নৌকা মার্কায় ভোট দিতে  উৎসাহ দেবেন।’

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এই দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেত্রী শেখ হাসিনা এক সময়ের ছাত্রনেতা আজকের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। সেই মনোনয়নকে কেন্দ্র করে আগামী ২৯ মার্চ পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করবো।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের দুঃসময়ের নেতা রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। মহানগর এলাকার ভোটারদের বলবো, প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর আমলে যে উন্নয়ন হয়েছে, আ জ ম নাছির উদ্দিনের সময়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে নৌকার প্রার্থী রেজাউল করিমকে আপনারা জয়যুক্ত করবেন। প্রধানমন্ত্রী এই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তাই আমরা তার মনোনিত প্রাথীকে জয়যুক্ত করে তাকে চট্টগ্রাম সিটি করপোরেশন উপহার দিতে চাই।’

আরও পড়ুন- কেউ বললেই আমি মেয়র পদ ছেড়ে দিতাম: নাছির

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার