X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও প্রকৌশলীকে র‍্যাবের মারধর, কাজ স্থগিত সওজের

যশোর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০

উচ্ছেদ অভিযান যশোরে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম স্থগিত করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত, প্রকৌশলী ও চালককে র‍্যাবের মারধরের ঘটনায় এই অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা।

সওজ কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মীরা আতঙ্কে পালিয়ে যাওয়ায় ও ম্যাজিস্ট্রেটের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লি মোড় পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে বুধবার (২৬ ফেব্রুয়ারি)  সকালে  উচ্ছেদ অভিযান শুরু হয়। সওজ  খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন। প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটারের সড়কের প্রায় তিন কিলোমিটার  উচ্ছেদের একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে উচ্ছেদকারী দলটি শহরের বকচর এলাকায় র‌্যাবের অস্থায়ী কার্যালয়ের সামনে যায়। এ কার্যালয়ের প্রাচীরটি সওজ বিভাগের জায়গায় নির্মিত হওয়ায় তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এরপর র‌্যাবের কতিপয় সদস্য বুলডোজার চালক প্রতাপ কুমার ও উপ-সহকারী প্রকৌশলী তরুণ কুমার দত্তকে মারপিট এবং বুলডোজারের সামনের কাঁচ ভেঙে দেন। এছাড়া তাদের ধরে ক্যাম্পের ভেতর নিয়ে যান। একইসঙ্গে  অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়কে গালিগালাজ করেন। পরে জেলা প্রশাসক, সওজ-এর  কর্মকর্তারা গিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনেন।

উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানের কথা থাকলেও সকালে গিয়ে দেখা যায় বুলডোজারগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে কোনও প্রকার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়নি। যে কারণে তারা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠান ভেঙে সরিয়ে নিচ্ছেন।

এ বিষয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন জানান, র‌্যাব কর্তৃক উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বুলডোজার চালকরা আতঙ্কে পালিয়ে গেছে। তাছাড়া, ম্যাজিস্ট্রেটের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিযান স্থগিত করা হয়েছে। সরকারিভাবে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযান বন্ধ থাকবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার