ময়মনসিংহে বিদেশফেরত প্রবাসীদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন ৫৫৪ জন। এর মধ্যে ১২৫ জন ১৪ দিন সফলভাবে হোম কোয়ারেন্টিন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
সোমবার (২৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম জানান, বিদেশ ফেরত বাকিদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টিন করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।