X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সড়কে সেনা টহল, পত্রিকা প্রকাশ বন্ধ

যশোর প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৬:১২আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:২৮

যশোরের রাস্তা...

 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোরের বাস টার্মিনাল ও রেলস্টেশন ছিল জনশূন্য। সড়কে লোকজন নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে হয়েছে সেনা টহল। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকা।

শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক মনা মিয়া বলেন, ‘প্রতিদিন যা আয় হয়, তাই দিয়েই বাজার-সদাই করি। সেখান থেকেই সামান্য সঞ্চয় করে প্রতি মাসে ঘরভাড়া শোধ করি। সকালে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু রাস্তায় লোকজন নেই বললেই চলে। ৪০ টাকা আয় হয়েছে।’

এদিকে মানুষকে ঘরে রাখতে সকাল ১০টা থেকে সড়কে সেনা টহল দেখা গেছে। টহলের পাশাপাশি সংকট মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, ‘মানুষ যাতে ঘরে থাকে, সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি। যারা মানবে না, তাদের ওপর আইন প্রয়োগ করবো। করোনা আক্রান্ত রোগী পেলে তার ব্যবস্থাপনায় যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যশোরে ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে। প্রয়োজন হলে আরও নামবে।’

যশোর জেলা সংবাদপত্র পরিষদ জানিয়েছে, বিপণন বাধাগ্রস্ত হওয়ায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকা।

দৈনিক গ্রামের কাগজ-এর বার্তা সম্পাদক সরোয়ার হোসেন জানান, সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। তাছাড়া বিপণন কর্মীদের অনীহা ও গণপরিবহন বন্ধের কারণে সংবাদপত্র পরিষদ পত্রিকা প্রকাশ বন্ধ ঘোষণা করেছে। তবে যেহেতু অনলাইন সচল থাকবে, সেকারণে পাঠকরা অন্তত করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদের আপডেট জানতে পারবেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া