X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৭:২৬আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:৪৬




দেয়াল ধসে মৃত্যু নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার এক বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আট মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা- বাবাসহ আরও দুই ভাই-বোন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারটির আহত চার সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে বাবুরাইল বটতলা এলাকার স্থানীয় ইট বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আহত তোফাজ্জল হোসেনের খালাতো ভাই রাকিব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে তোফাজ্জল হোসেন (৫০) ও তার স্ত্রী ফেরদৌসী বেগম (৩০) তাদের তিন সন্তান হালিমা বেগম (১১) মোহাম্মদ হোসেন (৯) ও আট মাসের শিশু সন্তান আহাম্মদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তিন সন্তান নিয়ে ফেরদৌসী ছিলেন এক রুমে আর তোফাজ্জল হোসেন ছিলেন পাশের রুমে।

ভোর পৌনে পাঁচটার দিকে বিকট শব্দে বাড়ির সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হলে দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে পরিবারের পাঁচ সদস্যই গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাসের শিশু আহাম্মদকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ফেরদৌসী বেগম ও তার দুই ছেলে-মেয়েকে আইসিউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

তবে স্থানীয়দের অভিযোগ, এই এলাকার সড়কের নিচে গ্যাস পাইপের লিকেজ থেকেই তোফাজ্জল হোসেন বাড়ির সেপটিক ট্যাঙ্কের বিস্ফোরণ হয়েছে। তাদের পাশের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কও বিস্ফোরণ হয়েছে, তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এলাকার বাসিন্দা আবু তাহের হোসেন জানান, গ্যাস পাইপ লিকেজের বিষয়ে এরাআগেও তিতাস কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়। তবে তারা সেটি মেরামতের কোনও ব্যবস্থা নেয়নি। যে কারণে বিভিন্ন পয়েন্টে লিকেজ থেকে নির্গত গ্যাসে মানুষের ফেলা দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে প্রায়সময় ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত শিশুটির মরদেহ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা