X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে সেনা ও পুলিশ

নীলফামারী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২০:১৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:২৫

পোস্টার হাতে জনসচেতনতা সৃষ্টিতে মাঠে সেনা সদস্যরা করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে নীলফামারীতে পোস্টার হাতে মাঠে নেমেছেন সেনা সদস্যরা। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা শহরের বড় বাজারে ও কিচেন মার্কেটে সেনা সদস্যদের এমন প্রচারণা চালাতে দেখা যায়। এ বিষয়ে জেলা পুলিশও তৎপরতা বাড়িয়েছে।
এ সময় সেনা সদস্যরা ‘ভিড় জমায়েত এড়িয়ে চলি/ দূরে থেকে কথা বলি/ জাগাও চেতনা, জাগাও বোধ/ করবো করোনা প্রতিরোধ’ এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন ও মাইকিং করেন। তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন নিত্যপণ্যের দোকানের সামনে নিরাপদ দূরত্বের চিহ্ন এঁকে দিন। এ ছাড়াও, যাদের মুখে মাস্ক নেই এমন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন। বড় বাজারের মাছবাজার, কাঁচাবাজার, ফলের বাজারসহ বিভিন্ন অলিগলির পাশাপাশি তারা শহরের কালীবাড়ি মোড়, পৌর সুপার মার্কেট, চৌরঙ্গী মোড়, মাধার মোড়সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালান।

এ সময় সেনাবাহিনীর ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এরফান বলেন, ‘আমরা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করছি। তারা যাতে করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব রাখে, ঘরে থাকে, অপ্রয়োজনে বাইরে না আসে। সরকারি নির্দেশনাগুলো তাদের নিজেদের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের মঙ্গলের জন্য– এই কথাগুলো বোঝানোর জন্য আমরা কাজ করছি। ’

এদিকে, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং ও পোস্টারিং, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না আসার ব্যাপারে আমরা সার্বক্ষণিক জনসচেতনতায় মাঠে কাজ করছি। এজন্য গ্রামের হাট-বাজারগুলোতে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!