X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা পরীক্ষার জন্য পঞ্চগড়ের এক ব্যক্তিকে রংপুরে পাঠানো হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ০৫:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৬:৫৫

পঞ্চগড় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে করোনা সন্দেহে গোলাম মোস্তফা (৩২) নামে এক ব্যক্তিকে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয়।  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফার বাড়ি দেবীগঞ্জের চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ধনু চেংঠি গ্রামে। তিনি ওই গ্রামের আব্বাস আলীর ছেলে।  গত সাত-আট দিন আগে তিনি গাজীপুর থেকে বাড়িতে ফেরেন।  সেখানে তিনি একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এলাকাবাসীকে এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন।

চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. ফজলুল হক বলেন, ‘দুপুরে মোস্তফা তাকে মোবাইল ফোনে জানান তার কয়েকদিন ধরে জ্বর। ওষুধ খাওয়ার পরও কমছে না। আবার দুপুর থেকে গলা ও শরীর ব্যথা করছে।  তিনি করোনার টেস্ট করতে চান। পরে বিষয়টি আমি দেবীগঞ্জ উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে অবহিত করি। এরপর রংপুরে পিসিআর মেশিনে পরীক্ষার জন্য  তার বাবাসহ তাকে পাঠানো হয়েছে।’

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, রংপুরে তাৎক্ষণিক পরীক্ষা না করা না হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হবে। পরদিন তার নমুনা রংপুর পাঠানো হবে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বুধবার পঞ্চগড় জেলা থেকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ছয় জনের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা