X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

পুলিশের ওপর হামলা, নাসিরনগর উপজেলা যুবলীগের সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০২:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১২:১৯

 




যুবলীগ নেতা বেলায়েত নাসিরনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নেরর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামিকেও গ্রেফতার করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচীউড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় নাসিরনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত একদল দাঙ্গাবাজ নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশের অন্তত সাত সদস্য আহত হয়।

সংঘর্ষের পরদিন (২০ এপ্রিল) নাসিরনগর থানার  এসআই নুরুল হক খন্দকার বাদী হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখপূর্বক নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেফতার করা হয়। একই মামলায় আনোয়ার পাঠান নামে অপর এক আসামিকেও গ্রেফতার করা হয়।

আমিনুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি জানান, পুলিশ সংঘর্ষ থামাতে গেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সাত সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় যুবলীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি নিশ্চিত করলো ভারত-পাকিস্তান
যুদ্ধবিরতি নিশ্চিত করলো ভারত-পাকিস্তান
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
শাহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
শাহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু