X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আম্পানে লণ্ডভণ্ড শার্শা, হাজার কোটি টাকার ক্ষতি

বেনাপোল প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৪:১৯আপডেট : ২৩ মে ২০২০, ১৫:১৭

অম্পানের আঘাতে গাছ ভেঙে পড়েছে সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে যশোরের শার্শা উপজেলায় ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে, ভেঙে ও লাইনের ওপর গাছ পড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা না গেলেও প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা যায়, ঝড়ের তাণ্ডবে শার্শায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ একর সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাজারে তোলার মতো আম ও লিচুর বেশির ভাগই ঝরে পড়েছে। ছোট-বড় অনেক গাছ উপড়ে ও ডালপালা ভেঙে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খুঁটি ভেঙে ও লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ অচল হয়ে আছে। খুঁটি ও লাইন মেরামত শেষ না হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঝড়ে মত্যু হয়েছে চার জনের। তারা হলেন—উপজেলার শার্শা গ্রামের জেলেপাড়ার মৃত সুনীল মণ্ডলের ছেলে গোপাল বিশ্বাস (৬৫), জামতলা এলাকার আব্দুল গফুরের ছেলে মুক্তার আলী (৬৫), গোগা গ্রামের পশ্চিমপাড়ার শাহাজানের স্ত্রী ময়না খাতুন (৪০) এবং মহিষাকুড়া গ্রামের মোবারকের ছেলে মিজানুর রহমান (৪০)।

ঝড়ে উপড়ে পড়েছে গাছ নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ জানিয়েছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, আম্পানের তাণ্ডবে লেবু , ড্রাগন, পেয়ারা, পেঁপে বাগানসহ শাক-সবজি ক্ষেত মাটিতে মিশে গেছে। বেনাপোল বাজার এলাকায় সড়কের পাশে বড় বড় গাছ পড়ে রয়েছে। বৈদ্যুতিক খুঁটি ও পৌরসভার আধুনিক ল্যাম্পপোস্ট ভেঙে সড়কের ওপর পড়ে আছে। প্রতিটি পাড়া-মহল্লায় টিনের ঘরের ছাউনি উড়ে গেছে। গাছ পড়ে ভেঙে গেছে অনেকের ঘরবাড়ি।

বেনাপোল, ছোটআঁচড়া মাঠ, পুটখালী মাঠ, চাতুরিয়ার বিলে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। এ এলাকায় বড় বড় আম বাগান রয়েছে। প্রতি বছর এখান থেকে বিদেশে রফতানি হয় আম। এসব আম বাগানে কাঁচা আম পড়ে সয়লাব হয়েছে। চাষিরা কাঁচা আম নিয়ে বাজারে পাঁচ টাকা কেজিতে বিক্রি করেছেন।

ঝড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি আম চাষি আকমল হোসেন বলেন, 'আমার বাগানে প্রায় ২০ মণ কাঁচা আম পড়ে আছে। এগুলো বাজারে নিলে কেউ কিনতে চান না। এক আড়তদারকে পাঁচ টাকা কেজিতে আমগুলো দিয়ে এসেছি। বিক্রি হলে আমাকে টাকা দেবে।'

একই কথা বলেন আম চাষি হায়দার ও জিয়া। তাদের বাগানের সব আম ঝরে পড়ে গেছে। কাঁচা আম বিক্রি করতে পারছেন না তারা।

বেনাপোল কাস্টমস হাউস, বিজিবি ক্যাম্প ও বন্দরের শেডগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বেনাপোল পৌরসভার বাস ও ট্রাক টার্মিনালেরও। টার্মিনালের গ্লাস ভেঙে পড়েছে এবং পানির ট্যাংকি উড়ে গেছে। শ্রমিকদের থাকার ঘরের টিন উড়ে গেছে।

বাড়ির টিনের ওপর ভেঙে পড়েছে গাছ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বেনাপোল-শার্শার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে সঞ্চালন লাইনের খুঁটি ও বিদ্যুতের তার ছিঁড়ে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরসহ গোটা উপজেলা রয়েছে অন্ধকারে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির শার্শা জোনাল অফিসের সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার নেয়ামুল হাসান বলেন, 'উপজেলার ১১ ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে ১১ জন লাইনম্যান ও ৫০ জন ঠিকাদার সংযোগ চালুর চেষ্টা চালাচ্ছেন।'

বেনাপোলের ঘিবা গ্রামের সাহেব আলী বলেন, 'আমার বয়স প্রায় ৮০ বছর। এত বড় ঝড় এর আগে দেখিনি। ১৯৮৮ সালে যশোরে একবার বড় ধরনের সাইক্লোন আঘাত করেছিল। তবে এবার আম্পানের তাণ্ডব স্মরণকালের সবচেয়ে বড় ঝড়।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক