X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জমি লিখে নিয়ে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেলো তিন ছেলে

জয়পুরহাট প্রতিনিধি
২৬ মে ২০২০, ১১:১৯আপডেট : ২৬ মে ২০২০, ১১:১৯

বৃদ্ধ মা



ভরণ-পোষণের দায়িত্ব না নিয়ে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যাওয়ায় তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন (সোমবার) রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ছেলেরা হলো, জানিয়ার বাগান মহল্লার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন এবং মোজাম্মেল হক। 

পুলিশ জানায়, ঈদের দিন ৮০ বছরের ওই বৃদ্ধকে রাস্তায় আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ এসে বৃদ্ধ সিরাতুন্নেছাকে উদ্ধার করে থানায় নেয়। এরপর তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নেয়। সেখানেও তারা তিন জনই বৃদ্ধ মায়ের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাদের বিরুদ্ধে বৃদ্ধ সিরাতুন্নেছার পক্ষে নাত-বউ শিল্পী আক্তার বাদী হয়ে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই রাতেই পুলিশ বৃদ্ধ সিরাতুন্নেছাকে সাময়িকভাবে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রাখার ব্যবস্থা করে।
স্থানীয়রা জানিয়েছেন, সিরাতুন্নেছার তিন ছেলে কৌশলে তার নামের সব জমি লিখে নেওয়ার পর থেকে তার ভরণ-পোষণে অবহেলা, মানসিক নির্যাতনসহ চরম অমানবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে কোনও ছেলেই তার দায়িত্ব নেবেন না বলে ঈদের দিন সকালে শহরের জানিয়ার বাগান এলাকার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে ফেলে রেখে যান।  
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, বৃদ্ধ সিরাতুন্নেছা পৌর এলাকার মূল্যবান জমির মালিক ছিলেন। কৌশলে তার তিন ছেলে সব জমি লিখে নিয়ে মানসিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করেন।  ঈদের দিন সকালে বৃদ্ধ মাকে তিন ছেলে রাস্তায় ফেলে আসে। এমন অমানবিক ঘটনায় মামলা নেওয়ার পর তার তিন ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা দায়িত্ব নিতে অস্বীকার করায় বৃদ্ধ মাকে সাময়িকভাবে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।  

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক