X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জমি লিখে নিয়ে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেলো তিন ছেলে

জয়পুরহাট প্রতিনিধি
২৬ মে ২০২০, ১১:১৯আপডেট : ২৬ মে ২০২০, ১১:১৯

বৃদ্ধ মা



ভরণ-পোষণের দায়িত্ব না নিয়ে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যাওয়ায় তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন (সোমবার) রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ছেলেরা হলো, জানিয়ার বাগান মহল্লার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন এবং মোজাম্মেল হক। 

পুলিশ জানায়, ঈদের দিন ৮০ বছরের ওই বৃদ্ধকে রাস্তায় আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ এসে বৃদ্ধ সিরাতুন্নেছাকে উদ্ধার করে থানায় নেয়। এরপর তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নেয়। সেখানেও তারা তিন জনই বৃদ্ধ মায়ের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাদের বিরুদ্ধে বৃদ্ধ সিরাতুন্নেছার পক্ষে নাত-বউ শিল্পী আক্তার বাদী হয়ে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই রাতেই পুলিশ বৃদ্ধ সিরাতুন্নেছাকে সাময়িকভাবে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রাখার ব্যবস্থা করে।
স্থানীয়রা জানিয়েছেন, সিরাতুন্নেছার তিন ছেলে কৌশলে তার নামের সব জমি লিখে নেওয়ার পর থেকে তার ভরণ-পোষণে অবহেলা, মানসিক নির্যাতনসহ চরম অমানবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে কোনও ছেলেই তার দায়িত্ব নেবেন না বলে ঈদের দিন সকালে শহরের জানিয়ার বাগান এলাকার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে ফেলে রেখে যান।  
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, বৃদ্ধ সিরাতুন্নেছা পৌর এলাকার মূল্যবান জমির মালিক ছিলেন। কৌশলে তার তিন ছেলে সব জমি লিখে নিয়ে মানসিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করেন।  ঈদের দিন সকালে বৃদ্ধ মাকে তিন ছেলে রাস্তায় ফেলে আসে। এমন অমানবিক ঘটনায় মামলা নেওয়ার পর তার তিন ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা দায়িত্ব নিতে অস্বীকার করায় বৃদ্ধ মাকে সাময়িকভাবে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।  

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা