X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি
০১ জুন ২০২০, ০৪:৩৫আপডেট : ০১ জুন ২০২০, ০৪:৩৬

স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘ দুই মাস পর চাঁদপুর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার কম যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। রবিবার (৩১ মে) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। পরিস্থিতিতে সামলাতে দুপুরের পর থেকে জেলা প্রশাসন, জেলা গোয়েন্দা পুলিশ ও নৌ-পুলিশ চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী নিয়ন্ত্রণে হস্তক্ষেপ শুরু করে। লঞ্চে যাত্রী নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং টার্মিনালে উপস্থিত না থাকার দায়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডাব্লিটিএ। তার স্থলে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএ-এর উপপচিালক মো. আবুল বাশারকে।

বিআইডাব্লিটিএ-এর পরিচালক (নৌ-নিরাপত্তা) মো. রফিকুল ইসলাম জানান, কর্তব্য অবহেলার কারণে বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে। সকাল ৬টা থেকে বিভিন্ন টার্মিনালে আমাদের লোকজন থাকলেও তার জায়গায় তাকে পাওয়া যায়নি। এ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নৌপুলিশ ও যাত্রীরা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মিতালী লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে নিয়মের বাইরে অতিরিক্ত যাত্রী নিয়ে। এরপর ঘাটে নোঙর করে এমভি রফরফ লঞ্চ যাত্রী উঠাতে থাকে। একপর্যায়ে লঞ্চটি অতিরিক্ত যাত্রী উঠালে নৌপুলিশ তাদের তিন জন স্টাফকে আটক করে। এরপর বাড়তি কিছু যাত্রী নামিয়ে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়ে লঞ্চটি। দেড়টার পর সোনারতরির দুটি লঞ্চ এবং বিকাল ৫টায় আরেকটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ে। এসময় অনেক যাত্রীর মুখে মাস্ক ছিল না। তাছাড়া লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকেও দেখা যায়নি বিশেষ কোনও ব্যবস্থা। অতীতের মতো স্বাভাবিকভাবেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম জানান, যাত্রীদের চাপ সকালে অনেক বেশি ছিল।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য আমরা শনিবার লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। এখন তারা যদি তা অমান্য করে, তাহলে আমরা আরও কঠোর হবো।



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক