X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশের আঘাতে মৃত্যু, ৫ লাখ টাকায় মীমাংসার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২০, ১৮:২০আপডেট : ০৭ জুন ২০২০, ১৮:৫৭

নিহত নিখিল তালুকদার গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুলিশের আঘাতে এক কৃষকের মৃত্যুর ঘটনাটি পাঁচ লাখ টাকায় মীমাংসার অভিযোগ উঠেছে। পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শামীম হাসানের হাঁটুর আঘাতে মেরুদণ্ড ভেঙে নিখিল তালুকদার (৩২) নামে ওই ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শনিবার (৭ জুন) উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মৃত্যুর ঘটনাটি মীমাংসার অভিযোগ উঠেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ও বর্তমান চেয়ারম্যান, মেয়রসহ আওয়ামী লীগের নেতারা।

নিহত নিখিলের ভাই শংকর তালুকদার বলেন, ‘আমাদের হাতে দুই লাখ টাকা দিয়েছে। বাকি তিন লাখ আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে দেবে এবং আমাকে ও বৌদিকে চাকরি দেওয়ার কথা বলেছেন নেতারা।’

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘নিখিলের মৃত্যুর ব্যাপারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ বিষয়টি নিয়ে কোটালীপাড়ার বিশিষ্ট ব্যক্তিরা উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে বসেছিলেন। সেখানে আমিও ছিলাম। প্রথমে সেখানে নিখিলের স্মরণে শোকসভা হয়। নিখিলের মৃত্যুর ব্যাপারে যে অভিযোগ উঠেছে তা নিয়ে পুলিশের বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকার বিনিময়ে মীমাংসা এটা পুলিশের পক্ষ থেকে হয়নি। সভায় যেই নেতারা ছিলেন তারা নিখিলের অবর্তমানে পরিবার চালানোর জন্য ব্যবস্থা করেছেন।’

তদন্ত কমিটির প্রধান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আসলাম খান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত হবে। মীমাংসার বিষয়টি আমার নয়। আমার কাজ সঠিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া। ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। তবে অভিযুক্ত শামীম যদি দোষী হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে।’

রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা সাংবাদিকদের বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয় নিহত নিখিলের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং তার স্ত্রী ও ছোট ভাইকে চাকরি দেওয়া হবে। এই সময় উপজেলা চেয়ারম্যান (সাবেক ও বর্তমান), পৌর মেয়র (সাবেক ও বর্তমান) উপস্থিত ছিলেন। আমি লোকমুখে নিখিলের নিহতের ব্যাপারে যে কথা শুনেছি, সেটা যদি সত্য হয় তাহলে ওই পুলিশের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তা না হলে আইনের শাসন থাকে না।’

কোটালিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘নিখিলের মৃত্যুর বিষয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সুনির্দিষ্ট কোনও প্রমাণ নেই। অসহায় পরিবারের দিকে তাকিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার পরিবারের হাতে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি তিন লাখ টাকা কয়েক দিনের মধ্যে দেওয়া হবে। এছাড়া তাদের পরিবারের দুই সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে।’

কোটালিপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস জানান, নিখিল যেহেতু উপার্জন করতো, তাই পরিবারটিকে রক্ষার জন্য আমিসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক কমিটির নেতারা বসেছিলাম। সেখানে উপস্থিত সবাই নিখিলের পরিবারটিকে বাঁচানোর জন্য পাঁচ লাখ টাকা ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ জুন) বিকালে তাস খেলাকে কেন্দ্র করে ওই পুলিশ সদস্য নিখিলকে হাঁটু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন নিখিল। এরপর প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল এবং পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!