চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং তার পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী, বড় মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতী ও দুই গৃহকর্মী রয়েছেন বলে সিভিল সার্জন জানান।
ডা. সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় তিনিসহ তার পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়। তারা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন। করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, তাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা এখনও শেষ হয়নি। বাকিদের আজ (বৃহস্পতিবার) পরীক্ষা করা হবে।