X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনায় শেরপুর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৬:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৩৮

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের রাজনীতিবিদ ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আমৃত্যু এই নেতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, ২৫ জুন আব্দুল হালিম উকিল করোনা শনাক্ত হন। এর পরপরই তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জানান, আব্দুল হালিম নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই বার পৌর মেয়র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ জেলার সর্বস্তরের নেতাকর্মী। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা।

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান বলেন, ‘আব্দুল হালিম উকিল সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর শাখার সহ-সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক নেতা। আজ সোমবার বাদ আছর নালিতাবাড়ীতে ওই নেতার বাস ভবনে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।’   

জেলা করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, এ পর্যন্ত  জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ জন। এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫জন। আর মৃত্যু হয়েছে তিন জনের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল ঢাকায় মারা গেছেন। এখন স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের প্রেস ব্রিফিং এর তথ্য হাতে আসার পর বলা যাবে করোনায় মৃত্যৃবরণকারী ওই নেতার তথ্য শেরপুরের স্বাস্থ্য বিভাগ নথিভুক্ত করবে কিনা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে