X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বরিশালে করোনা রোগীদের সেবায় বাসদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স’

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৭:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৩৮

বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স (ছবি সংগৃহীত) বরিশালে করোনা রোগীদের পরিবহনে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাসদ। করোনা আক্রান্ত বা যাদের উপসর্গ আছে এমন রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে বিশেষ এই অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান এবং অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবক টিমের চার সদস্য।

উদ্বোধনের সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় জেলা হলেও এখানে করোনা রোগী পরিবহনের জন্য কোনও অ্যাম্বুলেন্স না থাকায় আমরা হতবাক হয়েছি। ইতোমধ্যে সংক্রমণের চার মাস পেরিয়ে গেলেও এই মহামারি মোকাবিলায় দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চষ্টো করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে থাকবো।

তারা আরও বলেন, করোনা মোকাবিলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে রোগীদের জীবন রক্ষায় অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা নিশ্চিতেও কাজ করছি।

অ্যাম্বুলেন্সটির ফ্রি সেবা পেতে এবং যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নম্বরে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক