X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চামড়া কিনে ব্যবসায়ীদের মাথায় হাত

নীলফামারী প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৬:২১আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৬:২১

কেনা চামড়া সুরক্ষিত রাখতে লবণ দেওয়া হচ্ছে কোরবানির ঈদের পাঁচ দিনের মাথায়ও কিনে রাখা চামড়া বিক্রি করা যাচ্ছে না। এবার কিছু টাকা লাভের আশায় ধার দেনা করে ১৬০ পিস চামড়া কিনেন নীলফামারী পৌর শহরের বারাইপাড়া মহল্লার মাঝারি ব্যবসায়ী সোলায়মান আলী (৬০)। তিনি জানান, এখন পর্যন্ত ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া না কেনায় বিপাকে পড়েছেন মাঝারি ব্যবসায়ীরা।
একই এলাকার মাঝারি ব্যবসায়ী লাল মিয়া (৪৫) জানান, প্রতি বছর ২০০-২৫০ পিস চামড়া কিনে তারপর বিক্রি করি। কিন্ত এবার কেনা চামড়া বিক্রি করতে না পেরে মাথায় হাত পড়েছে। স্থানীয়ভাবে ধার-দেনা করে দু’টাকা লাভের আশায় চামড়া কিনেছি। এখন পাওনাদারের চাপে বাড়ি ছাড়া। সরকার নির্ধারিত বর্গফুটে চামড়া কিনে বিপাকে পড়েছি। খরচসহ প্রতিটি চামড়ার দাম পড়েছে ৪০০ থেকে ৬০০ টাকা। কিন্ত এখন তা অর্ধেক দাম বলছে। চামড়া কেনা-বেচার বিষয়ে কোনও মহাজন এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
জেলা সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরী পাড়ার পাইকারী ব্যবসায়ী ময়নুল ইসলাম (৫৫) জানান, স্থানীয় ব্যাংক থেকে ঋণ দেওয়ার কথা থাকলেও সঠিক সময় তারা চামড়া কেনার জন্য টাকা দেয় না। সেই টাকা পাওয়া গেলেও তার কাগজ পত্র ঠিক করতে করতে ঈদ পেরিয়ে যায়। মাঝারি ব্যবসায়ীদের ত্রিমুখী সংকটের মধ্যে ব্যবসা করতে হয়। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। এ বিষয়ে সরকার কোনও ব্যবস্থা না নিলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে বলেও জানান।
নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এস এম শফিকুল আলম ডাবলু জানান, এটি মূলত আন্তর্জাতিক বিষয়। বিদেশী বায়াররা তাদের কৌশল অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ করে থাকেন। এর প্রভাব পড়ে সারা বিশ্বে। আর্ন্তজাতিকভাবে এই সমস্যার সমাধান না হলে চামড়ার বাজার নিয়ে কোনও মন্তব্য করা যাবে না।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক