X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৭:৪১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৫৭

কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতের নাম আখিরুল ইসলাম (২২)। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা সীমান্তের ১০৫২-১০৫৩ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক এ তথ্য জানিয়েছেন। তবে বিজিবি এখনও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

নিহত আখিরুল ইসলাম চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানিয়েছেন চেয়ারম্যান শামসুল হক।

ওই সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের জামালপুর হেড কোয়ার্টার সূত্র এমন খবর পাওয়ার কথা জানালেও বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে  দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এবং মধ্যরাত দেড়টার দিকে চরইটালুকান্দা সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রথম দফায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও পরের দফায় আখিরুল ইসলাম নামে চরইটালুকান্দা গ্রামের এক যুবকের নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে ওই যুবকের বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত আইনগত ঝামেলা এড়াতে তারা মরদেহ নিয়ে গা ঢাকা দিয়েছে।

সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পথে গরু পারাপারের সময় গুলি ছোড়ে বিএসএফ। এতে আখিরুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তার সঙ্গীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদের সঙ্গে বুধবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে জানানো হয়, বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি’র টহল দল পাঠানো হয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের সমস্যা থাকায় খবরটি এখনও (বিকাল ৫টা) নিশ্চিত হওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে