X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তদন্ত বলছে জমে থাকা গ্যাসের কারণেই মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ লিকেজ থেকে গ্যাস বের হয়ে মসজিদে জমা হয়, আর বৈদ্যুতিক স্পার্ক থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গত পাঁচ দিনের তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। তদন্ত সশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করেন।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে আরও পাঁচ দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৫/১৬ বছর আগে পশ্চিম তল্লা জামে মসজিদটির পাকা স্থাপনা নির্মাণ করা হয়। মসজিদে প্রবেশপথের গেটে একটি কলাপসিবল গেট, দুটি কাচের টানা দরজা ছিল। মসজিদের বারান্দা থেকে ভেতরের অংশ থাই দিয়ে সাঁটানো ছিল। থাই দিয়ে ঘেরা অংশের ভেতরে ১৫টি জানালা, ছয়টি এয়ারকন্ডিশন, ২৬টি সিলিং ফ্যান, ৭০টি সুইচ সকেট ছিল।

তদন্তে জানা যায়, মসজিদের বিদ্যুৎ প্যানেল বোর্ড ও ডিস্ট্রিবিউশনের দুটি লাইন ব্যবহার করা হতো। যার একটি লাইন ছিল বৈধ, অন্যটি অবৈধ। একটি লাইন ম্যানুয়ালি এবং একটি লাইন অটো ব্যবহার হতো। যা মসজিদ কমিটির সাক্ষ্যসহ অনেকের বক্তব্যে উঠে এসেছে।

এদিকে ঘটনার দিন (৪ সেপ্টেম্বর) শুক্রবার সকাল থেকেই মসজিদে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। মসজিদের মুসল্লিরা এশার নামাজের ফরজ আদায় করে অনেকে মসজিদ থেকে বের হয়ে যান। আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় বিদ্যুৎ চলে যায়। এ সময় অনেক মুসল্লি সুন্নতসহ অন্যান্য নামাজ আদায় করছিলেন। মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন এ সময় বিদ্যুতের লাইন চেঞ্জ করতে গেলে স্পার্ক হয়। এ সময় দরজা-জানালা বন্ধ থাকায় মসজিদে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের শরীরে আগুন ধরে যায়।

এছাড়া মসজিদটি যেখানে নির্মাণ করা হয়েছে সেই রাস্তা অনেক সরু এবং নিচু এলাকা হওয়ায় দগ্ধ ও হতাহতের সংখ্যা বেড়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি বলেন, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। অনেক তথ্য আমরা পেয়েছি। আরও কিছু তথ্য সংগ্রহ ও সমন্বয়ের বাকি। সবকিছু যাচাই-বাছাইয়ের পর বিস্ফোরণের প্রকৃত কারণ চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছিল। জেলা প্রশাসক তদন্ত কমিটিকে আরও পাঁচ দিনের সময় বাড়িয়ে দিয়েছেন।

পাঁচ দিনের তদন্তে কী উঠে এসেছে, জানতে চাইলে কমিটির প্রধান বলেন, তদন্ত চলমান। তাই কোনও মন্তব্য করা যাবে না। তবে তিনি গত বুধবার জানিয়েছিলেন, জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিদ্যুৎ, তিতাস গ্যাস, মসজিদ নির্মাণে ত্রুটিসহ সব বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে তদন্তের বাইরেও জনসাধারণ যেসব সমস্যার কথা বলছে সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যেগুলো তার অধীন, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।

এদিকে আজও চতুর্থ দিনের মতো তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লিকেজ খোঁজার জন্য কাজ করছে। প্রাথমিকভাবে খোঁড়ার পর দুই দিনে মোট ছয়টি লিকেজ পাওয়া গেছে। তবে তদন্ত কমিটি আরও নিশ্চিত হওয়ার জন্য কাজ অব্যাহত রেখেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাজের জন্য গ্যাসলাইন বন্ধ রাখায় জনসাধারণ চরম ভোগান্তির মধ্যে আছে।

তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান মহাব্যবস্থাপক (পরিকল্পনা) আব্দুল ওহাব তালুকদার জানান, ছয়টি লিকেজ মেরামত করে বন্ধ গ্যাস লাইনে সরবরাহ শুরু করা হয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের পশ্চিম বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান জানান, বিস্ফোরণের পর যেসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, তার মধ্যে বৃহস্পতিবার বৈধ সংযোগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, খালে লাশ ফেলতে আসা দুজনকে গণপিটুনি
অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, খালে লাশ ফেলতে আসা দুজনকে গণপিটুনি
মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক
মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি