X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৯ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯





নিখোঁজ আশিকুর রহমান ৯ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। সন্তানের কোনও খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা। এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হলেও পুলিশ এখনও তার সন্ধান পাননি।
আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সঙ্গে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিনের সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিক। মোরশেদের সঙ্গে যশোর যান। যাওয়ার সময় গাড়িতে ছবি তুলে তারা ফেসবুকেও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত ফোন বন্ধ। মোরশেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোনও বন্ধ।

হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আশিকুরের কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছি।
যাত্রাপথে গাড়িতে আশিকুর রহমানের সেলফিতে মোরশেদ নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ৯ দিন ধরে নিখোঁজ। অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। পুলিশ বিভাগ যেন আমার ছেলেকে দ্রুত খুঁজে বের করে আমার বুকে ফেরত দেয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা চলছে। আশাকরি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারবো।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধ-গলিত লাশ উদ্ধারের পর পরিবারে উৎকন্ঠা নেমে আসে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক