X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১২:২০আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৩:৩১

রায়হান উদ্দিন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বামীকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ এনে রবিবার (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৌমেন মৈত্র। তিনি জানান, মামলায় এজাহার নামীয় কোনও আসামি নেই।

মামলায় এজাহার নামীয় আসামি না থাকলেও বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে টাকা চেয়ে রায়হান যে নম্বর থেকে ফোন দিয়েছিলেন তা এজাহারে উল্লেখ করা হয়। মামলায় ফাঁড়িতে ১০ হাজার টাকা নিয়ে যাওয়াসহ ঘটনার বিশদ বর্ণনা দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কে বা কারা রায়হানকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করার পাশাপাশি তার হাতের নখ তুলে ফেলে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে রায়হানের শরীর ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে রায়হানকে নেওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার তদন্তের বিষয় জানতে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এছাড়া মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকারও ফোন ধরেননি।

উল্লেখ্য, রায়হান নামের ওই যুবককে বন্দরবাজার থানা পুলিশ গতকাল শনিবার বিকালে আটক করে। পরদিন ভোরে তার মৃত্যু হয়। শরীরে নির্যাতনে দাগ থাকায় রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এশার নামাজের পর জানাজা শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় শুরু থেকেই রায়হানকে নির্যাতন করে হত্যার অভিযোগ করে যাচ্ছে তার পরিবার। এদিকে প্রথমদিকে পুলিশ রায়হানের ছিনতাইকালে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিসিটিভির ফুটেজে এর সত্যতা মেলেনি। 

আরও পড়ুন: 

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ