X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া করতে গিয়ে হামলার মুখে মান্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২১:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৫৯

 

রূপগঞ্জে তৈমূর আলম খন্দকারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের সময় হামলা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ওপর হামলা করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ৬৮তম জন্মদিন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তার (তৈমূর আলম খন্দকার) রূপগঞ্জের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। রূপগঞ্জে তৈমূর আলম খন্দকারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে হামলা

তৈমূর আলম খন্দকার দাবি করেন, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা মাহমুদুর রহমান মান্নার বক্তব্য চলার সময়ে রামদা, লোহার রড, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। দোয়া মাহফিলে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে। মাহমুদুর রহমান মান্নাকে বহন করা মাইক্রোবাসসহ আটটি গাড়ি ভাঙচুর করে। পরে মঞ্চসহ চেয়ার টেবিল, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে এবং ব্যানার কেটে ফেলে দেয়।

তিনি আরও দাবি করেন, সন্ত্রাসীদের হামলায় তিনি, মাহমুদুর রহমান মান্না, মহিলা দল নেত্রী ফাতেমা বেগম, পারভীন বেগম, যুবদল নেতা আশরাফুল হক, ছাত্রদল নেতা সজিব আহমেদসহ কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

তৈমূর আলম খন্দকার জানান, ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। রূপগঞ্জে তৈমূর আলম খন্দকারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে হামলা

তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকসুদুর আলম খন্দকার বলেন, ‘প্রতি বছরের মতো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে রূপগঞ্জের খন্দকার বাড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিকাল ৪টার মধ্যে মঞ্চে উপস্থিত হন মাহমুদুর রহমান মান্না, তৈমূর আলম খন্দকার, তার মেয়ে মার-ই-য়ামসহ অনেকেই। ওই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। উপস্থিত লোকজনদের একের পর এক ধরে ধরে মারধর করতে থাকে। মঞ্চ থেকে নেতাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। আকস্মিক এ হামলায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এভাবে একটি হামলা ন্যক্কারজনক ঘটনা।’ রূপগঞ্জে তৈমূর আলম খন্দকারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে হামলা

এ ব্যাপারে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তৈমূর আলমের জন্মদিন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা রামদা, লোহার রড নিয়ে হামলা চালিয়ে মঞ্চ, গাড়ি, হোন্ডা ভাঙচুর করে। এ সময় তাদের ধাওয়ায় মঞ্চ থেকে নামার সময় পড়ে গিয়ে আমি আহত হয়েছি।’ 

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত তাদের কাছে হামলার কোনও খবর আসেনি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকার ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য সংগঠনের যারা আছে তারা তাদের জিজ্ঞাসা করতে সেখানে যায়। কী অনুষ্ঠান চলছে তা জানার চেষ্টা করেছে মাত্র। পরবর্তীতে আয়োজকরা অনুষ্ঠান বাতিল করে চলে যায়।’ গাড়ি ভাঙচুর

এদিকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, মাহমুদুর রহমান মান্না বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের সদস্য রিয়াজ ও যুবলীগের রাসেলের নেতৃত্বে রামদা, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় আরও আহত হয় নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্নাসহ ৩০-৩৫ জন নেতাকর্মী। এ সময় হামলাকারীরা মান্নার গাড়িসহ অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে।


হামলার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় নাগরিক ঐক্য।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ