X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছত্রাকনাশকে পুড়লো শত বিঘা জমির আলু গাছ

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ০৯:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০৯:৪০

পুড়ে যাওয়া আলু ক্ষেত



ছত্রাকনাশক ওষুধ স্প্রে করার পর রাজশাহীর তানোর উপজেলায় প্রায় শত বিঘা জমির আলু গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা জানান, আলু জমিতে ছত্রাক ছড়িয়ে পড়া ঠেকাতে তারা ‘এন্ট্রাকল ০০৯৯’ নামের একটি ওষুধ স্প্রে করেছিলেন। এরপরই তাদের আলু গাছ হলদে হয়ে মরে যেতে শুরু করে। অনেকের আলু জমি পুরো ফাঁকা হয়ে গেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা এর কোনও সমাধান দিতে পারছেন না।

তানোরের চাষিরা উপজেলা সদরের ‘মেসার্স সৈয়ব আলী ট্রেডার্স’ থেকে এই ওষুধ কিনেছিলেন। প্রতিষ্ঠানটির মালিক সৈয়ব আলী ওষুধ কোম্পানিটির পরিবেশক। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত কয়েকজন চাষি তার কাছে ছুটে যান। তারা সৈয়ব আলীকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেন।
তানোর উপজেলার শুকদেবপুর গ্রামের নাদের আলীর ছেলে প্রান্তিক আলু চাষি শামিম হোসেন জানান, এবছর তিনি সাড়ে ৩ বিঘা জমিতে আলু চাষ করেছেন। সব ধরনের মোড়ক থেকে আলুকে রক্ষার জন্য শুক্রবার তিনি  বায়ার কোম্পানির ওষুধ জমিতে স্প্রে করার পর দিন শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন স্প্রে করা জমির সবগুলো আলুর গাছ পুড়ে গেছে।

একই কথা বলেন, তার সঙ্গে আসা তার গ্রামের ইয়াদ আলী ছেলে আসমত আলী। তিনি বলেন, তিনিও এবছর ২ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তারও একই অবস্থা।  
এছাড়াও তানোর উপজেলার ধুরইল গ্রামের শাহিনের ১০ বিঘা, আকবরের ১০ বিঘা, তানোর পৌর এলাকার সেনদুগা গ্রামের মুনসুরের চার বিঘা, তানোর গ্রামের মোজাহারের সাত বিঘা জমিতে স্প্রে করায় নষ্ট হয়েছে বলে তাদের অভিযোগ।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেয়ার ক্রপসায়েন্স লিমিটেড’ এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির তানোরের পরিবেশক সৈয়ব আলীও কোনও কথা বলতে চাননি। 
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, কৃষকরা বলছে শত বিঘা জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণটা আমাকে এখনও সঠিকভাবে জানাতে পারেনি উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম। বিষয়টি কৃষি বিভাগ দেখছেন। সেই সঙ্গে কোম্পানির প্রতিনিধিরাও এসেছেন। তারাও মঙ্গলবার এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানাবেন। তবে প্রাথমিকভাবে কৃষক, ওসি, কৃষি কর্মকর্তা ও কোম্পানির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক হয়েছে। এখানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভাষ্য আমাদের ওষুধ সারা বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এখানে ওষুধের অনুপাতের হার কম-বেশি হওয়ার কারণে আলুর ক্ষেত নষ্ট হতে পারে। তবে ৯৯৯ নম্বরে ফোন করায় ক্ষেতে পুলিশরাও ছুটে গিয়েছিলেন। কৃষকরা ক্ষতিগ্রস্তের পরিমাণ পাবে না বলে তারা বিশ্বাস পাচ্ছিল না। তাই সবাইকে নিয়ে একটি সমাধানের চেষ্টা করছি। 
জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘আমরা এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে আলু নষ্ট হয়েছে শুনেছি। ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন ক্ষতিপূরণ পান সে বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা বিষয়টি দেখছেন। ক্ষতিগ্রস্ত কৃষক যদি মামলা করতে চাইলে থানায় এলে আমরা মামলা নেবো।’
এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক জানান, তানোরে ওষুধ প্রয়োগে আলু গাছ পুড়ে গেছে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের জানিয়েছে। শুনেছি প্রায় ১৫ বিঘা মতো জমির ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সমাধানে কাজ করা হচ্ছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা