X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইউপি নির্বাচন: কুষ্টিয়ায় শঙ্কিত ভোটাররা

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১২:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১২:২৬

ইউপি নির্বাচন-২০১৬দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে উদ্বেগ-উৎকণ্ঠার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে (৩১মার্চ) বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। আর এ ভোট নিয়ে সাধারণ ভোটাররা চরম শঙ্কিত রয়েছেন।
ক্ষমতাসীনদের হুমকি, হামলা, মামলা, প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে বিএনপির অনেক প্রার্থীই নির্বাচনের মাঠ ছেড়ে দিয়েছেন। আবার অনেকেই নির্বাচনের আগেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে নির্বাচনের মাঠ ফাঁকা করেছে। এসব কারণে সাধারণ ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের মকলেছুর রহমান নামে স্থানীয় এক ভোটার জানান, সরকার এক তরফার নির্বাচন করতে যা যা করার তাই করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ওপর হামলা করে মামলা দিয়ে তাদের নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য করেছেন। আর বোঝাই যাচ্ছে এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনও প্রার্থী জিতবে না। তাই জীবনের ঝুঁকি নিয়ে কেনইবা ভোট কেন্দ্রে যাব।

দৌলতপুর ইউনিয়নের খা পাড়ার আশরাফ আলী নামে আরেক ভোটার একই অভিযোগ করে বলেন, খামাখা ভোট কেন্দ্রে গিয়ে সময় নষ্ট করার দরকার কী?

মরিচা ইউনিয়নের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মহাবুল হোসেন জানান, আমার নির্বাচনি প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার লোকজন। এ নিয়ে নির্বাচন কমিশনসহ উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দিলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

 এদিকে উপজেলার হোগলবাড়িয়া ও পিয়ারপুর ইউনিয়নে বিএনপি দলীয় দুই প্রার্থী বিল্লাল হোসেন ও জহুরুল করিম বিশ্বাস ভোটের মাঠ থেকে সরে দাড়িয়ে অঘোষিতভাবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে। জনগণের সহযোগিতা পেলে দৌলতপুরবাসীকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়া সম্ভব হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে  সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির টহল শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক