X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৬:৫০

টাঙ্গাইল টাঙ্গাইলে পাবলিক বাসে এক পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীও অন্য এক পরিবহন শ্রমিকের স্ত্রী।
গত শুক্রবার (১ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় চলন্ত বাসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ওই মহিলার স্বামী বখতিয়ার গাজীপুরে লেগুনা গাড়ি চালান। গত বৃহস্পতিবার পাওনা টাকা আনতে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দত্তবাড়ি গ্রামে তার খালার বাড়িতে যান। গত শুক্রবার ভোরে গাজীপুর ফেরার উদ্দেশ্যে বিনিময় পরিবহনের একটি গাড়িতে উঠেন। ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য ওই বাসের শ্রমিকরা বাসে আর কোনও যাত্রী না নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরে মধুপুর এসে তারা বাস ঘুরিয়ে ময়মনসিংহের দিকে যেতে থাকে। এ সময় ওই নারীকে  ধর্ষণ করে শোলাকুড়ি রাস্তায় ফেলে দেয় বাসের শ্রমিকরা। ভুক্তভোগী ওই নারী মধুপুর বাসস্ট্যান্ডে এসে ফোনে বিষয়টি স্বামীকে জানান। পরে ধর্ষিতাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিষয়টি টাঙ্গাইল পরিবহন ফেডারেশনকে জানানো হলে ধর্ষকদের চিহ্নিত সনাক্ত করা হয়। বিষয়টি আপোষরফা করতে বিভিন্নভাবে চেষ্টা চালায় পরিবহন নেতারা। দিনভর অপেক্ষার পর কোনও উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন ভুক্তভোগী পরিবার।
টাঙ্গাইল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লালজু বলেন, এ ধরণের নক্ক্যারজনক ঘটনা পরিবহন সংস্থার জন্য লজ্জাজনক। তবে ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য ডা. রেহানা বলেন, ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী তাকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। যেহেতু মহিলাটি বিবাহিতা, তাই প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটা গণধর্ষণ কি না।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ভিক্টিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক